শিরোনাম
◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০৪ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে নেই ট্রাক টার্মিনাল যত্রতত্র গাড়ি পার্কিং

সমকাল : টাঙ্গাইলে ট্রাক টার্মিনাল না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন ট্রাক পরিবহনের মালিক-শ্রমিক ও এর সঙ্গে সংশ্নিষ্ট ব্যক্তিরা। ট্রাকের মালিক ও শ্রমিকরা দীর্ঘদিন ধরে টার্মিনাল নির্মাণের জন্য প্রশাসন ও রাজনৈতিক মহলের কাছে দাবি করে এলেও কাজের কাজ কিছুই হয়নি। রাজনৈতিক মহলের সদিচ্ছা ও প্রশাসনের উদাসীনতার কারণে টাঙ্গাইলে নির্মিত হয়নি ট্রাক টার্মিনাল। ফলে যত্রতত্র গাড়ি পার্ক করায় শহরে যানজট বাড়ছে। আবার গাড়ি অবৈধভাবে পার্কিংয়ের কারণে পুলিশি হয়রানিরও শিকার হতে হচ্ছে এসব চালককে।

টাঙ্গাইল ট্রাক শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, টাঙ্গাইলে ড্রামট্রাক, মিনিট্রাক,কাভার্ডভ্যান, ছোট-বড় মালবাহী মিলিয়ে প্রায় চার হাজার ট্রাক রয়েছে। এসব ট্রাক রাখার নির্ধারিত কোনো স্থান নেই। স্টেডিয়াম এলাকা, পুরনো বাসস্ট্যান্ডের সামনে, গোডাউন ব্রিজ, রাবনা বাইপাস, নগড়জলফই, ছয়আনি পুকুরপাড়, বেবিস্ট্যান্ডসহ বিভিন্ন রাস্তার ওপরে মালবোঝাই ট্রাক রাখা হয়। পণ্যবোঝাই ও খালাস করতে সৃষ্টি হচ্ছে ব্যাপক যানজটের।

ট্রাকচালক সুলতান মাহমুদ বলেন, টার্মিনাল না থাকাতে রাস্তাঘাটে গাড়ি রাখতে হয়। আমাদের বিশ্রামের কোনো জায়গা নেই। পয়ঃনিস্কাশন, গোসল ও নামাজের কোনো স্থান নেই। রাস্তায় গাড়ি রাখলে পুলিশ এসেই মামলা দেয়।

ট্রাক মালিক জহুরুল ইসলাম বলেন, টার্মিনাল না থাকায় জেলা ক্রীড়া সংস্থাকে টাকা দিয়ে গাড়ি স্টেডিয়ামের পাশে রাখতে হয়। এখানে গাড়ি রাখা নিরাপদ নয়। টার্মিনাল না থাকায় বাধ্য হয়েই অতিরিক্ত টাকা দিয়ে গাড়ি রাখতে হচ্ছে।

টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আকবর আলী দেওয়ান বলেন, দীর্ঘদিন ধরে টার্মিনালের দাবি করে আসছি। টার্মিনাল না থাকায় আমাদের শ্রমিকরা খুবই অসুবিধার মধ্যে রয়েছেন। মাঝে-মধ্যেই গাড়ি চুরি অথবা ছিনতাই হচ্ছে। বিভিন্ন স্থানে গাড়ি পার্ক করায় প্রতিদিন প্রায় একশ' থেকে দেড়শ' গাড়িতে মামলা দিচ্ছে পুলিশ। হয়রানির শিকার হতে হচ্ছে শ্রমিকদের।

টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বালা মিয়া বলেন, টার্মিনালের দাবি নিয়ে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছি। জেলার আইন-শৃঙ্খলা ও যানজট নিরসনকল্পে আরডিসির সভায় ট্রাক টার্মিনালের জন্য একাধিকার দাবি উপস্থাপন করা হয়েছে। ফলে টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসক নুরুল আমীন মিঞা অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) প্রধান করে একটি কমিটি গঠন করে সাত দিনের মধ্যে টার্মিনালের জন্য স্থান নির্ধারণ করে প্রতিবেদন দাখিল করতে বলেছিলেন। কিন্তু প্রতিবেদন সম্ভবত আলোর মুখ দেখেনি। টাঙ্গাইলের ট্রাফিক পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, শ্রমিক ও মালিকদের দীর্ঘদিনের দাবি একটি ট্রাক টার্মিনালের। রাস্তার ওপরে গাড়ি পার্ক করে রাখায় যানজট এড়াতে ওই গাড়ি সরিয়ে দিতে হয়। দেখা যায়, রাস্তার ওপর পণ্য খালাস করছে। ফলে মামলা দিতেই হয়। হয়রানির বিষয়টি তিনি অস্বীকার করেন।

টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি জামিলুর রহমান মিরন বলেন, টাঙ্গাইলের ট্রাক মালিক ও শ্রমিকরা ঠিকানাবিহীন। দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে টার্মিনালের দাবি করে এলেও তাদের সদিচ্ছার অভাবে তা হচ্ছে না। সাবেক জেলা প্রশাসক কাওছার জহুরা ট্রাক ও বাস টার্মিনালের জন্য শহরের বাইপাস রাবনায় ১৭ একর জায়গা গণপূর্তের কাছ থেকে ১ নম্বর খাস খতিয়ানে এনেছিলেন। তিনি বদলি হয়ে যাওয়ায় প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায়।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম বলেন, ট্রাক টার্মিনালের জন্য বাইপাস এলাকায় সম্ভবত পাঁচ একর জায়গা বন্দোবস্ত করা হয়েছে। খুব দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়