শিরোনাম
◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৫ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামরুল হাসান খান মনে করেন, হাসপাতালগুলোকে বিদেশি সিস্টেমে ফায়ার প্রোটেকশনের ব্যবস্থা করা প্রয়োজন

খায়রুল আলম : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. কামরুল ইসলাম খান বলেছেন, যদিও সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন লাগাটি একটি দুর্ঘটনা। তবু এমন দুর্ঘটনা এড়াতে সবসময় সতর্ক থাকতে হবে। হাসপাতালের মতো প্রতিষ্ঠানগুলোতে বাইরের দেশের মতো ফায়ার প্রোটেকশনের ব্যবস্থা করা প্রয়োজন।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, একটি হাসপাতালে অনেক ধরনের রোগী থাকে। সব রোগীকে দুর্ঘটনার সময় সরানো সম্ভব হয় না। মুমূর্ষু রোগী ও যারা আইসিইউতে থাকে তাদের সরানো তো সম্ভব হয় না। কারণ আইসিইউর রোগীকে বের করলে তো সে মারা যাবে। তাই এমন জায়গাগুলোতে ফায়ার প্রোটেকশন এমনভাবে করতে হবে যাতে কখনো দুর্ঘটনাবত আগুন লাগলেও রোগীর কোনো ক্ষতি না হয়। শুধু হাসপাতাল নয় যেকোনো জনবহুল প্রতিষ্ঠানে ফায়ার এক্সটেঙ্গুলারগুলো সবসমসয় চেক করে রাখা এবং এগুলো চালাতে পারে এমন প্রশিক্ষিত লোক সবসময় উপস্থিত রাখা প্রয়োজন। দুর্ঘটনা হলে যেন এক্সিটগুলো সহজে ব্যবহার করতে পারে সে ব্যবস্থা রাখতে হবে। আমরা বঙ্গবন্ধু হাসপাতালে এটি করেছি। সোহারাওয়ার্দীতে আগুন লাগাটি দুর্ভাগ্যজনক, তবু তারা ভালোভাবে সব রোগীকে সরাতে পেরেছে। এটির জন্য তাদের ধন্যবাদ জানাই। যেহেতু এ ধরনের ঘটনা বলে কয়ে আসে না, কখন ঘটবে কেউ জানে না। তাই এ ধরনের ঘটনাকে মোকাবেলা করার জন্য সবসময় প্রশিক্ষিত জনবল রাখতে হবে। আর পুরো হাসপাতলকে না হোক অন্তত সিসিইউ, আইসিইউকে স্পেশাল প্রোটেকশনে রাখতে হবে। কারণ এখান থেকে রোগী সরাতে গেলেই মারা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়