শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩৯ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতিহাস বদলে ছেলেদের টুর্নামেন্টে আম্পায়ার থাকবেন দুই নারী

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের ইতিহাস নিত্য নৈমিত্তিক বদলাচ্ছে। তৈরি হচ্ছে নতুন ইতিহাস, নতুন মাইলফলক। এবার নতুন ইতিহাস লিখতে যাচ্ছেন দুই নারী। ছেলেদের টুর্নামেন্টে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন দুই নারী,যা ক্রিকেটের ইতিহাসে নেই। এলোইজ শেরিডান আগেই ইতিহাসের অংশ হয়ে গেছেন। প্রথম নারী আম্পায়ার হিসেবে পরিচালনা করেছেন সাউথ অস্ট্রেলিয়ান প্রিমিয়ার ক্রিকেটের প্রথম সারির ম্যাচ।

এই গ্রীষ্মেই ক্ল্যারি পোলোস্যাকের সঙ্গে মিলে আম্পায়ারিং করেছেন মেয়েদের বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন স্টারসের ম্যাচটি। ওই ম্যাচ পরিচালনা করেও নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। অস্ট্রেলিয়ায় পেশাদার ক্রিকেটে আম্পায়িরং করা প্রথম নারী আম্পায়ার তারা দুজন।

এ সপ্তাহেই আরেকটি নতুন ইতিহাস লিখতে যাচ্ছেন শেরিডান। প্রথম নারী হিসেবে পরিচালনা করবেন ছেলেদের প্রথম সারির প্রিমিয়ার ক্লাব ক্রিকেটের ম্যাচ। টি ট্রি গালি ও নর্দার্ন ডিসট্রিক্টসের মধ্যে সেই ম্যাচে শেরিডানের সঙ্গে জুটি বাঁধবেন আরেক নারী, মেরি ওয়ালড্রোন। অ্যাডিলেডের ম্যাচটিতে খেলবেন টেস্টে অস্ট্রেলিয়ার সহকারী অধিনায়ক ট্রাভিস হেড।

শেরিডানের সঙ্গী ওয়ালড্রোন একজন আইরিশ নারী ক্রিকেটার। গত বছরই দেশের হয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। ফুটবলও খেলেছেন আয়ারল্যান্ডের হয়ে। তবে ছেলেদের প্রথম সারির ক্রিকেটে এই প্রথম আম্পায়ারিং করতে যাচ্ছেন।

দুই নারীর ইতিহাস গড়ার বিষয়টি নিয়ে রোমাঞ্চিত সাউথ অস্ট্রেলিয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনের আম্পায়ার ও কোচ ড্যানিয়েল গুডউইন, ‘সাম্প্রতিক সময়ে আমাদের রাজ্যে নারী আম্পায়ারদের অনেকগুলো প্রথম দেখতে পাওয়াটা চমৎকার। এটা দেখতে পারা দারুণ এক ব্যাপার।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়