শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১৯ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডের চোখ সিরিজে, টাইগাররা চায় সমতা

আক্তারুজ্জামান : নাহ এবারও সুখকর হলো না তাসমান দ্বীপপুঞ্জের শুরুটা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে ইতিমধ্যে ব্যাকফুটে চলে গেছে টাইগাররা। অন্যদিকে সিরিজে এগিয়ে গিয়ে আজ ভোরে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুদল। বাংলাদেশ সময় ভোর চারটায় ক্রাইস্টচার্চে শুরু হবে ম্যাচটি।

সিরিজে এগিয়ে গিয়ে আজই সিরিজ নিশ্চিত করতে চায়বে কেন উইলিয়ামসনরা। অন্যদিকে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ দলের পক্ষে মেহেদি হাসান মিরাজ শুনিয়েছেন সরিজে সমতা আনার আশা। শুধু তাই নয়, এখনো সিরিজ জেতা সম্ভব বলেও জানিয়েছেন
তিনি।

প্রথম ম্যাচে বাংলাদেশের চ্যালেঞ্জ ছিল নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের দেখা পাওয়া। দ্বিতীয় ম্যাচে আরও একটি চ্যালেঞ্জ যোগ হয়েছে। এবার টাইগারদের সামনে কিউইদের মাটিতের প্রথম ম্যাচ জয়ের সঙ্গে যোগ হয়েছে সিরিজে সমতায় ফেরার চ্যালেঞ্জ। শনিবার ক্রাইস্টচার্চে এই চ্যালেঞ্জের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ভোর ৪টায়।

প্রথম ম্যাচে স্বাগতিক বোলারদের মোকাবেলা করতে হিমসিম খেতে হয়েছে বাংলাদেশকে। বোলাররাও প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বিপদে ফেলতে পারেননি। নেপিয়ার থেকে ক্রাইস্টচার্চের কন্ডিশন আরও বিরূপ। সেখানে কনকনে ঠাণ্ডার সঙ্গে আছে বাতাসও। ফলে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করাটা বাংলাদেশের জন্য কঠিনই হতে পারে।

নেপিয়ারে ট্রেন্ট বোল্ট, লোকি ফার্গুসন ও ম্যাট হেনরির বোলিংয়ের সামনে খাবি খেয়েছেন তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহরা। আর ব্যাট হাতে বাংলাদেশকে ভুগিয়েছেন ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি পাওয়া মার্টিন গাপটিল। তার সঙ্গে ছিলেন হেনরি নিকোলস ও রস টেলর। সব মিলিয়ে ৮ উইকেটের বড় জয় তুলে নে নিউজিল্যান্ড।

আগের ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেমন রানের জন্য হাসফাস করেছেন, তেমনি বোলাররাও। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মোটামুটি ভালো বল করলেও সাকিব আল হাসানের ১০ ওভার মিস করেছে বাংলাদেশ। মাঠের কন্ডিশনের কথা মাথায় রেখে এই ম্যাচে তাই পেস আক্রমণে যুক্ত হতে পারে রুবেল হোসেন। তবে উইনিং কন্ডিশন ভাঙবে না কিউইরা।

এই ম্যাচে স্পটলাইটে থাকবেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। নিজের অভিজ্ঞতা এবং দক্ষতা দিয়ে বিপদে ফেলতে পারেন তামিমদের। বিশেষ করে ক্রাইস্টাচার্চের মতো পিচ ও কন্ডিশনে।

বাংলাদেশের দিকে চোখ থাকবে মোহাম্মদ মিঠুনের দিকে। নেপিয়ারে যিনি ৯০ বলে ৬২ রানের ইংনিস খেলে দলকে টেনেছেন। আগের ম্যাচে অধিনায়ক হিসেবে ওয়ানডে ম্যাচ খেলার সেঞ্চুরি করেছিলেন মাশরাফি। এই ম্যাচে আবার নতুন মাইলফলকের সামনে মুশফিক। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ২০০তম ওয়ানডে খেলতে যাচ্ছেন উইকেটকিপার এই ব্যাটসম্যান। গত ডিসেম্বরেই এই কৃতিত্ব অর্জন করেছেন মাশরাফি।  প্রথম ম্যাচে দুর্দান্ত জুটি গড়া নিউজিল্যান্ড ওপেনারদের একজন বলেছেন, এই ম্যাচেও নিজেদের মতো করে খেলবেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়