শিরোনাম
◈ মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া আজ মন্ত্রিসভায় উঠছে ◈ গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু ◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা ◈ অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য আটক ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৩ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইডেনের সাবেক অধ্যক্ষ হত্যায় ২ নারী গ্রেফতার

সুজন কৈরী : ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মামলার এজাহারনামীয় আসামি রিতা আক্তার ওরফে স্বপ্না (৩৫) ও রুনু ওরফে রাকিবের মা (৪৫)। স্বর্ণালঙ্কার ও নগদ টাকার লোভে ইডেন কলেজের সাবেক অধ্যক্ষকে খুন হতে পারে ধারণা করছে পুলিশ। আজ শনিবার রিমান্ডের আবেদনসহ তাদের আদালতে পাঠানো হবে।

শুক্রবার বিকেলে রাজধানীর নিউমার্কেট থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির রমনা বিভাগের ডিসি মো. মারুফ হোসেন সরদার জানান, শুক্রবার ভোরে গৃহকর্মী রিতাকে নেত্রকোনার মদন থানার নিজ গ্রাম ফতেপুর থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি স্বর্ণের চেইন, ৭হাজার টাকা ও নিহত মাহফুজা চৌধুরীর ব্যবহৃত ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। এছাড়া অপর অভিযানে রাজধানীর মিরপুর এলাকা থেকে শুক্রবার দুপুরে গৃহকর্মী সরবরাহকারী রুনুকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, খুন হবার পর ঘটনাস্থলে গিয়ে আমরা জানতে পারি তারা বাসার তিনটা কাজের মেয়ের মধ্যে দুইজন উধাও। এছাড়া আলমারিতে মূূল্যবান জিনিসপত্রও নেই। এতে আমাদের সন্দেহ বেড়ে যায়। আমরা ওই দুইজনের ঠিকানা সংগ্রহের চেষ্টা করি। বাসায় কাজের মহিলাদের যে ঠিকানা ছিল স্টোও ভুল ছিল। পরে কাজের মেয়ে সরবরাহকারীকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যে গৃহকর্মী স্বপ্নাকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে সে জড়িত বলে স্বীকার করেছে।

এই মামলার অপর আসামী রেশমাকে খুজে পাওয়া যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, আমরা তাকে খুজছি। তার দেয়া ঠিকানা ভুল ছিল। তার কোনো তথ্য কারো কাছে নেই। সে কোথা থেকে এসেছে, কীভাবে আসছে একমাত্র নিহত অধ্যক্ষই জানতেন। তারা এই ঘটনায় নিজেদের কোনো মোবাইল ফোন ব্যবহার করেনি। তাই টেকনোলজি ব্যবহার করাও সম্ভব হচ্ছে না। এমনকি হত্যাকাণ্ডের পর পালানোর সময় ঠিকানা লিখা ডায়েরির পাতাও ছিড়ে নিয়ে গেছে। ম্যানুয়াল প্রযুক্তিতে পলতাক আসামিকে গ্রেফতারে পুলিশ কাজ করছে। হত্যাকাণ্ডের কারণের বিষয়ে পুলিশ কর্মকর্তা মারুফ হোসেন সরদার বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে স্বর্ণালঙ্কার ও নগদ টাকার লোভে এই ঘটনা ঘটতে পারে। তবে তদন্তের স্বার্থে এখন অনেক তথ্য গোপন রাখা হচ্ছে। তিনি রাজধানীবাসির কাছে আবেদন করেছেন, কাজের লোক, চালককে নিয়োগ দেয়ার সময় তাদের ছবি ও তথ্য সংগ্রহ করে তথ্য থানায় জমা দিবেন।

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় খুন হন ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন। পরে বাসার দুই গৃহকর্মী স্বপ্না ও রেশমা পালিয়ে যায়। ঘটনার পরদিন নিহতের স্বামী ইসমত কাদির গামা বাদী হয়ে নিউ মার্কেট থানায় মামলা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়