শিরোনাম
◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৪৪ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ২৭২ জন গ্রামবাসীর বিরুদ্ধে বিজিবি’র মামলা

সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি: বিজিবি ও গ্রামবাসীদের সংঘর্ষের ঘটনায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা বহরমপুর ও রুহিয়া গ্রামের ২৭২ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে বিজিবি।একটি মামলার এজাহারে বিজিবি’র গুলিতে নিহত ছাত্র নবাব ও কৃষক সাদেক আলীর নাম রয়েছে ।

মামলার খবর শুনে গ্রামবাসীদের মধ্যে অস্থিরতা ও চাপা ক্ষোভ বিরাজ করছে । ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সদস্য অ্যাড. মোজাফফর হোসেন মানিক ঢালাও ভাবে গ্রামবাসীদের বিরুদ্ধে মামলা দেয়ায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান ।

হরিপুর থানা সুত্রে জানা গেছে, সরকারি কাজে বাধা , মারামারী ও চোরাকারবারির অভিযোগ এনে হরিপুর উপজেলার বহরম পুর ও রুহিয়া গ্রামের ২৭২ জনের বিরুদ্ধে মামলা করেছে ঠাকুরগাঁও-৫০ বিজিবির বেতনা সীমান্ত ফাড়িঁর কমান্ডার নায়েব সুবেদার জিয়াউর রহমান । বৃহস্পতিবার সন্ধ্যায় এই মামলা দায়ের করেন বিজিবির এই কর্মকর্তা।

মামলা দুটির মধ্যে একটি’র এজাহারে নিহত ছাত্র নবাব আলী ও কৃষক সাদেক আলীকে অর্ন্তভুক্ত করা হয়েছে। হরিপুর থানার ওসি আমিরুজ্জামান এ বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেন।

মামলার একটি এজাহারে উল্লেখ্য করা হয়েছে, আসামীরা সরকারি কাজে বাধা দেয় ও বিজিবি সদস্যদের ওপর চড়াও । এছাড়া অস্ত্র নিয়ে প্রাণনাশের চেষ্টা, সরকারি অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং অস্ত্রের ক্ষতিসাধন করার অভিযোগে ১৯ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২৫০ জনকে আসামি করা হয়েছে এই মামলায় ।অপর চোরাকারবারী মামলায় ৩ জনকে আসামী করা হয়েছে ।

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান জানান, মামলা দুটি গ্রহণ করা হয়েছে। ঠাকুরগাঁও পুলিশ সুপারের নির্দেশের পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে ।

প্রসংগত: গত ১২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে বিজিবির (বাংলাদেশ বর্ডার গার্ড) গরু জব্দ করা নিয়ে সংঘর্ষে বিজিবি’রগুলিতে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছে । গুলিবিদ্ধ হয়েছেন নারী ও শিশু সহ অন্তত ১৬ জন । ঘটনার দিন দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের রুহিয়া গ্রামের নজরুলের ছেলে মোহা. নবাব (২৬)। তিনি দিনাজপুর সরকারি কলেজের ছাত্র ছিলেন। অপর জনের মধ্যে রুহিয়া গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে মো. সাদেক (৪২) ও চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র জয়নুল (১২) ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়