শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৮ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় রিহায়ারিংয়ের ৪০ লক্ষ টাকা আত্নসাৎ এর ঘটনায় দূতাবাসে অভিযোগ দায়ের

শেখ সেকেন্দার আলী, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় শ্রমিক (রি হায়ারিং) পূর্ন বৈধকরণ প্রকল্পের ৪০ লক্ষ টাকা আত্মসাৎ করার ঘটনায় কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনে ভুমি টুঙ্গাল গ্রুপের পক্ষে একটি অভিযোগ দায়ের করেন সংশ্লিষ্ট ভুক্তভোগীরা।

গতকাল বৃহস্পতিবার বিকালে দূতাবাসের শ্রম কাউন্সিলর জনাব জহিরুল ইসলাম এর কাছে মালয়েশিয়ার ভুমি টুঙ্গাল গ্রুপ অব কোম্পানির পরিচালক সিতি আয়েশা বিনতি সালেহউদ্দিন পক্ষে মো: সওকত হোসেন জনী এবং সকল ভুক্তভোগীদের প্রতিনিধি হয়ে জুনায়েদ (ভুক্তভোগীদের একজন) এ অভিযোগ দায়ের করেন, এ সময় উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী ও প্রতারনার স্বীকার কোম্পানির ক্ষতিগ্রস্থ প্রবাসী শ্রমিকগন।

এর আগে অত্র কোম্পানির সাবেক সুপারভাইজার মো. সুলেমান কর্তৃক ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোেেগ এক সংবাদ সম্মেলন করে কোম্পানির পরিচালক সিতি আয়েশা বিনতে সালাউদ্দিন ও ব্যবস্থাপক মো. মিজানুর রহমান সরকার এবং সংশ্লিষ্ট ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে তারা জানান, ভুমি টুঙ্গাল গ্রুপ অব কোম্পানীর সাবেক সুপারভাইজার কুমিল্লা জেলার বুড়িচং থানার পারুপাড়া গ্রামের আব্দুল গনীর পুত্র সুলেমান (পাসপোর্ট নং- বিএফ ০২৩২৭৭৪৩) ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত কোম্পানিতে শ্রমিকদের ভিসা করে দেওয়া ও ভিসা নবায়ন করার দায়িত্বে ছিল।এজন্য শ্রমিকদের কাছ থেকে টাকা সংগ্রহ করেন। কিন্তু সেই টাকার মধ্যে অধিকাংশ টাকা কোম্পানীর ফান্ডে জমা না দিয়ে আত্মসাৎ করে বাংলাদেশে পালিয়ে যায়। ফলে বিপদে পড়ে শতাধিক বাংলাদেশী শ্রমিক। এদিকে অর্থ উদ্ধারে প্রতিষ্ঠানের পক্ষথেকে সুলাইমানের এমন কর্মকান্ড কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাসকে অবহিত করা হয় এবং একই সঙ্গে তার বিরুদ্ধে মালয়েশিয়ায় পুলিশের কাছে মামলা ও করা হয়।

এ বিষয়ে কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের ফাস্ট সেক্রেটারী (কাউন্সিলর) জনাব মাসুদ হোসেন বলেন, অসহায় শ্রমিকদের প্রতারনার বিষয়ে ভুমি টুঙ্গাল গ্রুপের কাছে উপযুক্ত তথ্য প্রমান চাওয়া হয়েছে এগুলো হাতে পেলেই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর জনাব জহিরুল ইসলাম প্রতিবেদক কে জানান, শ্রমিক বৈধকরনের নামে ৪০ লক্ষ টাকা কোম্পানির সাবেক সুপারভাইজার মো. সুলেমান কর্তৃক আত্মসাৎ এর বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি এখন আমরা যাবতীয় তথ্যাদি যাচাই করে দেখছি ঘটনার সত্যতা পাওয়া গেলে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়