শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৪৪ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম কাব্যগ্রন্থ ‘সমুদ্রপৃষ্ঠা’র জন্য যুগসাগ্নিক একুশে সম্মাননা পাচ্ছেন কবি জাকির জাফরান

জুয়েল খান : জীবনের প্রথম কাব্যগ্রন্থ ‘সমুদ্রপৃষ্ঠা’র জন্য সম্মাননা পাচ্ছেন, কবি জাকির জাফরান। তবে এটাই তার প্রথম লেখা নয়। তার কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে সমুদ্রপৃষ্ঠা, নদী এক জন্মান্ধ আয়না, অপহৃত সূর্যাস্তমণ্ডলী প্রভৃতি। কলকাতার সাহিত্য পত্রিকা যুগসাগ্নিক এর পক্ষ থেকে ২০ ফেব্রয়ারি তাকে এই সম্মাননা দেয়া হচ্ছে।

এ প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি বলেন, পঞ্চম শ্রেণির ছাত্র অবস্থায় প্রধম কবিতা ‘অপূর্ব সৃষ্টি’র মধ্য দিয়ে কবিতা লেখার হাতে খড়ি। কবিতা লেখা এখন নেশায় পরিণত হয়েছে। শত ব্যস্ততার মাঝে একটু সময় হাতে পেলেই কবিতা লিখি।

কবিতা নিয়ে ভবিষ্যৎ ভাবনায় তিনি বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে একটা কবিতার বই বের করতে চাই, তার জন্য লেখালেখি চলছে। কবিতা সিরিজের কাজ চলছে নাম হচ্ছে ‘জ্যোৎস্না সম্প্রদায়’ এটা পুরোটা সনেটের বই। বাংলাদেশের রাজনীতি, প্রেম, ধর্ম ও সামজিক রীতি-নীতিসহ বাঙালির গৌরবের ইতিহাস তুলে ধরা হবে। ২০২০ সলে বইমেলায় বইটি প্রকাশ হবে।

তিনি জানান, সাহিত্য নিয়ে পরিকল্পনা রয়েছে সেটা হচ্ছে ‘বেঙ্গলিপয়েট্রি.কম, এই ওয়েবসাইটের মাধ্যমে বাংলা কবিতাকে বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে ইংরেজি, স্প্যানিশ ও আরবি ভাষায় অনুবাদ করে উপস্থাপন করা হবে। এছাড়া বিদেশি কবিদের কবিতা বাংলায় অনুবাদ করে উপস্থাপন করা হবে।

কবি জাকির জাফরান প্রথম দশকের কবি। তিনি ১৯৭৫ সালের ৪ আগস্ট সিলেটে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা শেষ করে প্রশাসন ক্যাডারে নিয়োগ পান। বর্তমানে তিনি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) হিসেবে কর্মরত আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়