শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৪২ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষেধাজ্ঞার পর ভূল প্রকাশ করে ক্ষমা চাইলেন গ্যাব্রিয়েল

স্পোর্টস ডেস্ক : ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ চলাকালীন ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে ‘সমকামী’ বলে মন্তব্য করায় গ্যাব্রিয়েলকে চার ম্যাচ নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। নিজের এমন মন্তব্যের পর এবার ক্ষমা চেয়েছেন উইন্ডিজ এই পেসার।

আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ২ এর ২.১৩ ধারা অনুযায়ি, কোনো ক্রিকেটার অন্য কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে পারবেন না। এই নিয়মভঙ্গ হলেই চার ম্যাচ নিষেধাজ্ঞা ও ১টি ডিমেরিট পয়েন্ট যোগ হবে সেই ক্রিকেটারের। নিয়মভঙ্গের কারণে এবার সেই শাস্তি পেতে হয়েছে উইন্ডিজ এই ক্রিকেটারকে।

নিজের মন্তব্যের কারনে শাস্তি পাওয়ার পর অনুশোচনায় দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে ক্ষমা চেয়েছেন গ্যাব্রিয়েল। সেখানে তিনি লেখেন, ‘আমার মনে হয়, যারা আমার এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পাশে ছিলেন তাদেরকে শ্রদ্ধা জানানো উচিত। যে ঘটনাটি ঘটেছে এজন্য আমি আমি দুঃখিত।’

এই ঘটনা থেকে শিক্ষা পেয়েছেন বলেও জানান গ্যাব্রিয়েল। ম্যাচে তখন কি ঘটেছিল সেটাও বলেন তিনি, ‘আমাদের মধ্যে কথা হচ্ছিল। ঘটনা ঘটেছে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে। আমি তখন বেশ চাপের মধ্যে ছিলাম, তখন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট আমার দিকে তাকিয়ে ছিলেন। এমনটা প্রায় সকল টেস্ট ক্রিকেটারই করেন।’

‘আমার মনে আছে, চাপ থেকে দূরে থাকতেই জো রুটকে বলেছিলাম, তুমি হাসছো কেন? তোমার কি ছেলে পছন্দ? বিপরীতে সে যা বলেছিল তা মাইক্রোফোনে ধরা পড়ে, ‘এটাকে অপমান হিসেবে ধরা ঠিক নয়। কেউ সমকামী হলেও সেটা দোষের কিছু না।’ এরপর আমি বলেছিলাম, ‘এটা নিয়ে আমার বলার কিছু নেই। কিন্তু এখন তোমার উচিত আমার দিকে তাকিয়ে হাসা বন্ধ করা।’’

তিন ম্যাচ টেস্ট সিরিজের ইংলিশদের বিপক্ষে ২-১ এ এই সিরিজ জিতে নিয়েছিল উইন্ডিজরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়