শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৩ দুপুর
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাভাবিক হতে শুরু করেছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য সেবা(ভিডিও)

সুমন পাইক: সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা স্বাভাবিক হতে শুরু করেছে। বিভিন্ন হাসপাতালে ভর্ভি হওয়া রোগীরাে আসতে শুরু করেছে। শুক্রবার দুপুর একটা পর্যন্ত আটশতর অধিক পুরোনো রোগী এবং ১৪ জন নতুন রোগী ভর্তি হয়েছে। তবে আইসিইউ পুরোপুরি ঠিক হতে আরো কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া।

বৃহস্পতিবার বিকেল পৌণে ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৬ টি ইউনিট প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রনালয়, ফায়ারসার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ পৃথক তিনটি কমিটি গঠন করা হয়েছে। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. ডাক্তার পঙ্কজ কুমার সাহাকে সভাপতি করে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে ৩ কার্য দিবসে রিপোর্ট দিতে বলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রনালয়ের গঠিত ৭ সদস্যের কমিটিকে তিন থেকে সাত কার্য দিবস এবং ফায়ার সার্ভিসের কমিটি আগামী ১৫ দিনের মধে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, হাসপাতালের নিচতলার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কামরুল জানান, আগ্নিকাণ্ডে স্টোর, ফিজিক্যাল মেডিসিন বিভাগের প্রচুর ক্ষতি হয়েছে। ঘটনার পর থেকে ডাক্তার, নার্স, ওয়ার্ডবয়সহ হাসপাতালের শিক্ষার্থীরা রুগীদের বাইরে নিয়ে আসা ও তাদেরকে নিরাপদে অন্য হাসপাতালে স্থানান্তর করতে সাহায্য করেছে। এমনকি বাইরে খোলা আকাশের নিচে রোগীদেও চিকিৎসা সেবা দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়