শিরোনাম
◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩৮ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাইক্ষ্যংছড়ি বিজিবি’র অভিযানে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার

মো. নুরুল করিম আরমান, লামা : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ ৪০ হাজার মরণ নেশা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোর রাতে উপজেলার দুর্গম পাহাড়ি হাজি পাড়া এলাকার একটি খামার বাড়ির পাশ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. আসাদুজ্জামান। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ১৩ কোটি ২০ লাখ টাকা হবে বলে ধারণা করছেন স্থানীয়রা।

সূত্র জানায়, মিয়ানমার থেকে বাংলাদেশে বড় ধরণের ইয়াবা ট্যাবলেটের চালান আসছে; এমন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. আসাদুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা শুক্রবার ভোর ৩টার দিকে উপজেলা সদর থেকে চার কিলোমিটার দূর পূর্ব হাজি পাড়া এলাকায় অভিযান চালায়।

এ সময় একটি খামার বাড়ির একপাশ থেকে ৪লাখ ৪০হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি সদস্যরা। তবে অভিযানের টের পেয়ে আগেই পালিয়ে যায় ইয়াবা ব্যবসায়ীরা। উদ্ধার ইয়াবাগুলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

চার লাখ চল্লিশ হাজার মরণ নেশা ইয়াবা ট্যাবলেট উদ্ধারের সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান বলেন, প্রধান মন্ত্রী ও বিজিবি’র ডিজি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে বিশেষ করে ইয়াবা চোরা চালানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছি। শুধু মাদক নয়, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র পাচার, অবৈধ কাঠ পাচার ও পরিবহন, অন্যান্য অবৈধ পণ্য সামগ্রীসহ যে কেন ধরনের সন্ত্রাসী কার্যক্রম নির্মুলে অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়