শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩৬ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশি ভাষার অত্যধিক চর্চায় মানুষ ভুলছে বাংলা ভাষার মর্যাদা, বললেন তৌকির আহমেদ

মারুফুল আলম : ফাগুন হাওয়ায় ছবির পরিচালক তৌকির আহমেদ বলেছেন, আমরা নিজের ভাষাকে যথেষ্ট মূল্যায়ন করছি না। বিদেশি ভাষা শিখছি, ভালো কথা। কিন্তু নতুন প্রজন্ম একেবারে ইংরেজীতেই অভ্যস্ত হয়ে যাচ্ছে। বাংলা বলার মধ্যেও প্রচুর বিদেশি শব্দের উপস্থিতি। অনেক সময় স্টাইল করতে যেয়ে বিকৃত করা হচ্ছে আমাদের ভাষা। সস্তা জনপ্রিয়তার জন্য মিডিয়াতেও বিভিন্ন সময় ভাষার বিকৃতি হয়েছে।

শুক্রবার বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, আমাদের ভাষার যে সৌন্দর্য এবং এই সম্পর্কে আমাদের যে ইতিহাস সেটি স্মরণ করিয়ে দেয়া দরকার। তাছাড়া বাংলা ভাষাকেও সমুন্নত রাখা দরকার, সে কারণেই ফাগুন হাওয়ায় ছবিটির অবতারণা।

তিনি বলেন, ৫২ নিয়ে কাজ করার ইচ্ছা আগে থেকেই ছিলো। কেননা এ বিষয়ে বাংলা চলচ্চিত্রে খুব কম কাজ হয়েছে। দেরিতে হলেও এটি বেশ আনন্দের যে, ভাষার মাসে ৫২ টি হলে মুক্তি পাচ্ছে ফাগুন হাওয়ায় ছবিটি।

এই ছবিতে দর্শকের জন্য নতুন কী আছে জানতে চাইলে তৌকির আহমেদ বলেন, আমি চেষ্ট করেছি, দর্শকদের জন্য ছবিটি যেন দুর্বোধ্য না হয়। ছবিটি বানিয়েছি খুব উপভোগ্য করে। ৫২ এর প্রেক্ষাপটে বটে, তবে এটি একটি প্রেমের গল্প। হাস্যরসের মধ্য দিয়ে এবং তারুণ্যের অনেক উচ্ছ্বাসকে কেন্দ্র করেই ছবিটি বানানো হয়েছে। সুতরাং এটি একটি উপভোগ্য ছবি হবে বলে আমার বিশ্বাস।

হলের সংখ্যা এবং হলে গিয়ে সিনেমা দেখার প্রবণতা কমে যাচ্ছে, এ প্রসঙ্গে পরিচালক তৌকির বলেন, ৬০ বা ৭০ এর দশকের কাঠামোতে নির্মিত হলগুলো পুরনো হয়ে গেছে। এগুলোর কোনো উন্নয়ন ঘটানো হয়নি। তবে আশার কথা হচ্ছে, এখন ছাত্র এবং মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণি হলে যেতে চান এবং তারা আমাদের ছবি নিয়ে কথা বলেন। সরকার একটু গুরুত্ব দিলে চলচ্চিত্র আবারো জনপ্রিয় মাধ্যম হয়ে ওঠবে বলে মনে করেন এই চলচ্চিত্র পরিচালক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়