শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:১১ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবানে বরফ কারখানা ও ৫ বসতবাড়ি পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি

মো. নুরুল করিম আরমান, লামা : বান্দরবান সদর বাজারের বোট ঘাটা এলাকায় আগুন লেগে ১টি বরফ কারখানা ও ৫টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে। বিদ্যুতে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বসতঘর মালিকরা।

স্থানীয়রা জানায়, শুক্রবার ভোর ৩টার দিকে বিদ্যুতের মিটার থেকে আগুন জ্বলে ওঠে। মুহুর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা দুই ঘন্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে একটি বরফ কারখানা, মোজাফফর সওদাগরের বাড়ি ও তার চারজন ভাড়াটিয়া খতিজা বেগম, মুন্নি, রাজু ও আবদুল হাফেজের ঘর পুড়ে যায়।

আগুনে পুড়ে ক্ষয় ক্ষতির সত্যতা নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরহাদ হোসেন বলেন, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ১টি কারখানা ও ৫টি বসতঘর পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়