শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৬ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উইলিয়াম বারকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিশ্চিত করেছে মার্কিন সিনেট

আব্দুর রাজ্জাক : অবশেষে মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিশ্চিত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনিত আইনজীবী উইলিয়াম বার। ট্রাম্প তাকে সম্প্রতি মনোনয়ন দেয়ার পর দেশটির সিনেটের যে অনুমোদনের প্রয়োজন ছিলো গত বৃহস্পতিবার তাও পাওয়া গেছে। আল-জাজিরা, বিবিসি, নিউইয়র্ক টাইমস

বারকে মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিশ্চিত করতে দেশটির ক্ষমতাসীন দল রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে ভোট হয়। সেখানে বার ৫৪-৪৫ ভোটে পার হয়ে যান এবং তাকেই স্টেট ডিপার্টমেন্টের স্পেশাল কাউন্সিল রবার্ট মুলারের তদন্ত কমিটির ইনচার্জ হিসেবে রাখা হয়। প্রসঙ্গত, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এর সাবেক প্রধান রবার্ট মুলারের নেতৃত্বে স্পেশাল কাউন্সিল ২০১৬ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ নিয়ে তদন্ত করছে।

৬৮ বছর বয়সী উইলিয়াম বার মার্কিন সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের শাসনামলে ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত দেশটির অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ করেছেন। এ সপ্তাহের শেষের দিকে তিনি আবারো মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে।

ব্যাপক সমালোচনার পর গত নভেম্বরে মার্কিন সাবেক অ্যাটর্নি জেনারেল জেফ সেশনকে বরখাস্ত করার পর ম্যাথিউ হোয়াইটেকারকে পদটিতে ভারপ্রাপ্ত হিসেবে বসান ট্রাম্প। এখন বার ২ বছরের জন্য হোয়াইটেকারের স্থলাভিষিক্ত হবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়