শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৩০ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গেস্ট প্রফেসর নিয়োগ প্রক্রিয়া

কামরুল হাসান মামুন : ১. একটি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ হয় ছায়াসুনিবিড়, নীরব, পরিকল্পিত ইত্যাদির সমন্বয়ে অপরূপ দৃষ্টিনন্দন একটি জায়গা। আর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় দিন দিন এসবের উল্টো পরিবেশ বৃদ্ধি পাচ্ছে। এটা যে জ্ঞান সৃষ্টি এবং বিতরণের একটি তীর্থ স্থান সেটি আমরা ভুলেই গেছি। এখানে যে বাংলাদেশের মধ্যে শিক্ষিত মানুষের কনসেনট্রেশন সবচেয়ে বেশি তার কোনো লক্ষণই আর অবশিষ্ট নেই। পরিবেশের মান আর শিক্ষার মান যেন হাত ধরাধরি করে পেছাচ্ছে।
২. বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গেস্ট প্রফেসর নিয়োগের একটি প্রক্রিয়া জরুরি। এই প্রক্রিয়ায় এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেশের অন্য বিশ্ববিদ্যালয়ে ছয় মাসের গিয়ে দুয়েকটি কোর্স পড়াতে পারেন। এর মাধ্যমে যিনি যাবেন তিনি নতুন একটি পরিবেশ পাবেন। তার মধ্যে এক ধরনের ৎববহবৎমরুব হওয়ার সুযোগ হয়। নতুন পরিবেশে নিজেকে মেলে ধরার একটি স্পৃহা কাজ করে যা নিজের মানোনয়নে সহায়ক হতে পারে। এর মাধ্যমে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে কোলাবোরেশনে কাজের সুযোগ তৈরি হতে পারে। ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও জানতে পারে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেমন। অনেক বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো শিক্ষক আছে আবার অনেক বিশ্ববিদ্যালয়ে ভালো শিক্ষকের অভাব আছে। যেখানে ভালো বেশি আছে সেখান থেকে যেখানে ভালো শিক্ষকের অভাব আছে সেখানকার অভাব কিছুটা পূরণ করার চেষ্টা করে একটু হলেও ছাত্রছাত্রীদের উপকার করা সম্ভব। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়