শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৪৭ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে তালাচাবি বিক্রেতাকে বাড়ি করে দিবে ছাত্রলীগ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: বিশ্ব ভালবাসা দিবসকে কেন্দ্র করে ব্যতিক্রমী দৃষ্টান্ত সৃষ্টি করল বাংলাদেশ ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ১৫ বছর যাবত তালা চাবির মেকানিক হিসেবে কাজ করা ইলিয়াস মিয়ার জন্য তারা একটি ঘর করে দেবার উদ্যোগ নিয়েছে তারা। ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনটির এহেন কাজে খুশি ইলিয়াসের পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা যায়, হতদরিদ্র ইলিয়াস মোল্লার বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল এলাকায়। জীবিকার সন্ধানে প্রায় ১৫ বছর আগে তিনি বাড়িঘর ছেড়ে ঢাকায় পাড়ি জমান। প্রথমদিকে নিয়মিত শ্রমিকের কাজ করলেও পরে স্থায়ী ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তালাচাবি মেরামতের কাজ শুরু করেন। কিন্তু ভ্রাম্যমাণ এ পেশায় কোন মতে দিন গোজার ছাড়া ছেলে মেয়েসহ বেঁচে থাকা যায়না। শারীরিক নানা সমস্যার কারণে অন্য কোন ভারি পেশায় যোগদান করাও তার পক্ষে সম্ভব না। এমতাবস্থায় তিন সন্তান বাবা মা সমেত একটি ভাঙা ঘরে বসবাস করে আসছেন তিনি।

সম্প্রতি জাতীয় নির্বাচনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন এক কক্ষের তালা মেরামত করতে গিয়ে তিনি আফসোস করে বলেন "এই ইনভার্সিটিতে কতজনের তালা সারছি। কত ম্যাস্টেট,উকিল,বেরিস্টার হয়া দেকলাম। কিন্তু আমাগের ভাইগ্য আর বদলাইলো না!"

ইলিয়াসের এই দীর্ঘশ্বাসের গল্প কানে আসে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য সাবেক সহ-সভাপতি শেখ স্বাধীন মো. শাহেদের। তিনি ইলিয়াসকে আশ্বস্ত করেন "উকিল ম্যাজিস্ট্রেট না করলেও, ছাত্রলীগ তার ঘরের ব্যবস্থা করবে"।

ছাত্রলীগের সেদিনের আশ্বাসেরই বাস্তবায়ন হলো আজ। প্রাথমিক ভাবে আজ ইলিয়াসকে তিন বান্ডিল টিনের ব্যবস্থা করে দেয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য সাবেক সহ-সভাপতি শেখ স্বাধীন মো. শাহেদে বলেন, ছাত্রলীগ সব ভালো কাজের সাথে থাকে। তালা চাবির মেকানিক ইলিয়াস মিয়ার জন্য আমরা একটি ঘর করে দিতে পেরে খুব ভালো লাগা কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়