শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:২২ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াত তাদের ভবিষ্যত করণীয় ঠিক করতে সিদ্ধান্তহীনতায় ভুগছে

সাজিয়া আক্তার : বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াতে ইসলামীর যে বিতর্কিত ভ’মিকা ছিলো তা এখনো দলটির ভবিষ্যত নির্ধারণের ক্ষেত্রে প্রবল বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জামায়াতের নাম পাল্টানো কিংবা বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে থাকা না থাকার আলোচনাতেও দলটির অতীত প্রাধান্য পাচ্ছে বলে তারা বলছেন। গত ৩০ শে ডিসেম্বর নির্বাচনের পর পরিস্থিতি মূল্যায়ন করে জামায়াত তাদের ভবিষ্যত করণীয় ঠিক করতে গিয়ে সিদ্ধান্তহীনতা বা দ্বিধা-দ্বন্দ্বে দুলছে। বিবিসি বাংলা

তবে দলটির নেতারা বলছেন তাদের দল এখন যে অস্তিত্ব সংকটে পড়েছে, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে দলের নাম পাল্টানোসহ বিভিন্ন প্রস্তাব নিয়ে তাদের মধ্যে আলোচনা হচ্ছে।

১৯৭১ সাল এখনো তাড়া করছে জামায়াতে ইসলামীকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের শীর্ষ নেতাদের বিচার হয়েছে। এছাড়া দল হিসেবে স্বাধীনতার বিরোধীতা করলেও দলটি বাংলাদেশের বাস্তবতা মেনে নেয়ার কথা বলে আসছে। কিন্তু তারা এই ভ’মিকার জন্য এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি। এমন প্রেক্ষাপটে জামায়াত সাংগঠনিকভাবে ক্যাডারভিত্তিক দল হিসেবে একটা অবস্থান তৈরি করলেও ব্যাপক জনসর্মথন মিলছে না।

জামায়াতের সিলেট মহানগরীর আমির এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, এই বিষয়টা এখন সমাধান হয়ে গেছে, তার পরেও পরামর্শ এসেছে এই বিষয়ে জামায়াতের বক্তব্যে যাওয়া উচিত কিনা। এটা নিয়ে আলোচনা, পক্ষে-বিপক্ষে অনেক কথা হচ্ছে।

গত ১০ বছর জামায়াত চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। দলটি অস্তিত্ব সংকটে পড়েছে। নির্বাচন কমিশনে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছে এবং তারা দলীয় প্রতীক হারিয়েছে। অনেকটা গোপন দলের মতই তাদের কাজ করতে হচ্ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সম্প্রতি জামায়াতী নির্বাহী কর্মপরিষদ এবং মজলিসের সুরা বৈঠক হয়েছে। এসব বৈঠকে জামায়াতের নাম পাল্টিয়ে নতুন নাম নিয়ে এবং নিজের অস্থিত্ব টিকিয়ে রাখার যুক্তি দিয়ে অনেকেই প্রস্তাব এনেছেন। কিন্তু প্রস্তাবের ক্ষেত্রেই সিদ্ধান্ত নিতে দলটির অতীত বাধা হয়ে দাঁড়াচ্ছে।

জামায়াতের কেন্দ্রীয় নেতা ড. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, দলের নাম পরিবর্তন করে একটি সামাজিক প্লাটর্ফম তৈরির প্রস্তাব এসেছে এবং তার পক্ষে-বিপক্ষে নানা বক্তব্য আসছে। অনেকেই ভাবছে নাম পরিবর্তন ভালো হবে নতুন প্রজন্মের জন্য। জামায়াত এখন মনে করে বিএনপি যেহেতু আরেকটি ফ্রন্টে একটিভ, সেদিক থেকে ২০ দলীয় জোটকে অনেকটা নন ফাংশানিং দেখছে। আর এরকম একটি নন ফাংশানিং জোটে থাকা না থাকা প্রভাব দিতে চাই না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়