শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৩ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনের অনিয়ম নিয়ে হাইকোর্টে ঐক্যফ্রন্ট; ৭৪ প্রার্থীর অভিযোগ

এস এম নূর মোহাম্মদ : একাদশ সংসদ নির্বাচনের নানা অনিয়ম তুলে ধরে হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেছেন ঐক্যফ্রন্টের ৭৪ প্রার্থী। বৃহস্পতিবার শেষ দিনে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে। এরমধ্যে বিএনপির ৭০ প্রার্থী, গণফোরামের ৩ প্রার্থী এবং পিডিপির ১ জন প্রার্থী রয়েছেন বলে জানা গেছে। এরা সবাই একাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করে পরাজিত হন। হাইকোর্টে করা আবেদনে নির্বাচনের নানা অনিয়ম তুলে ধরার পাশাপাশি তাদের বিজয়ী ঘোষণার আর্জি জানানো হয়েছে বলে জানান বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল।

অনিয়মের অভিযোগসংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্টের ৬টি একক বেঞ্চকে দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সংবিধান অনুযায়ী, নির্বাচনের পর নির্বাচিতদের বিষয়ে গেজেট জারির ৪৫ দিনের মধ্যে নির্বাচনী অনিয়মের বিষয়ে আবেদন করার সুযোগ রয়েছে। সে অনুযায়ী আবেদন করার করার শেষ দিন ছিলো বৃহস্পতিবার। তবে এরপরও বিলম্ব মার্জনার আবেদন করে প্রার্থীদের হাইকোর্টে যাওয়ার সুযোগ রয়েছে বলে জানান ব্যারিস্টার কায়সার কামাল।

গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। যাতে নিরঙ্কুশ জয় পায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তাদের মিত্ররা। ১ জানুয়ারি প্রকাশিত হয় গেজেট। আর ৩ জানুয়ারি শপথ নেন বিজয়ী আওয়ামী লীগ জোট। তবে ৮টি আসনে বিএনপি জোট জয় পেলেও তাদের কেউ এখনো পর্যন্ত শপথ নেননি। গণ ফোরামের দুজন সদস্য শপথ নিতে চাইলেও তাতে সায় মেলেনি জোটের।

নির্বাচনের দিন থেকেই নানা অনিয়মের কথা বলে আসছেন বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। তাদের দাবি নির্বাচনের আগের রাতেই প্রায় সব কেন্দ্রে ব্যালটে সিল মেরে রাখা হয়েছিল। তাই ওই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের দাবিতে পালন করা হয়েছে নানা কর্মসূচিও। যদিও সরকারি দলের নেতারা দুএকটি বিষয়কে বিচ্ছিন্ন ঘটনা আখ্যা দিয়ে বিএনপি-ঐক্যফ্রন্টের অভিযোগ নাকচ করে দিয়েছেন। সম্পাদনা : রেজাউল আহসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়