স্বপ্না চক্রবর্তী : ট্যানারি উদ্যোক্তাদের ব্যবসার স্বার্থে সাভার চামড়া শিল্পনগরির সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত এর সমাধান করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার। ব্যবসায়ীরা ব্যবসা করবে, সরকার ব্যবসায়ীদের সহায়তা দেবে। তিনি চলতি বছর জুনের মধ্যে চুক্তি অনুযায়ী চামড়া শিল্পনগরির বাকি কাজ সমাপ্ত করতে প্রকল্প সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
বৃহস্পতিবার শিল্পমন্ত্রী সাভারে অবস্থিত ঢাকা চামড়া শিল্পনগরি প্রকল্প সরেজমিনে পরিদর্শন শেষে প্রকল্প সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আয়োজিত পর্যালোচনা সভায় এ কথা বলেন। শিল্পনগরির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ. রহমান এম. পি, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এম. পি, শিল্প মন্ত্রণালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত সচিব বেগম পরাগ, চামড়া শিল্প উদ্যোক্তা মনজুরে এলাহী, মহিলা শিল্প উদ্যোক্তা নিহাত কবিরসহ বিসিক ও চামড়া শিল্প সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় চামড়া শিল্পনগরির উন্নয়ন কাজের বর্তমান অবস্থা বিস্তারিত মূল্যায়ন করা হয়। এ সময় পরিবেশ ও কমপ্লায়েন্স ইস্যুতে আন্তর্র্জাতিকমানের সাথে শিল্পনগরির মান ও সক্ষমতা নিয়ে আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, পরিবেশ অধিদপ্তর ও চামড়া শিল্পের আন্তর্জাতিক মান অনুযায়ী এ প্রকল্পের ডকুমেন্টস্ তৈরি করা হয়েছে। এতে কেন্দ্রিয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) নির্মাণের ফলে আন্তর্জাতিকমানের বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করা হয়েছে। এরপরও পরিবর্তীত প্রেক্ষাপটে বিশ্বমানের চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদনের লক্ষ্যে একটি আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে চামড়া শিল্পনগরির সার্বিক মান ও অবস্থা মূল্যায়রের সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় প্রধানমন্ত্রীর শিল্পবিষয়ক উপদেষ্টা বলেন, ২০২১ সাল নাগাদ মধ্যম আয়ের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ অর্জনে রপ্তানি পণ্য বহুমুখীকরণের উদ্যোগ জোরদার করতে হবে। একক পণ্য রপ্তানির মাধ্যমে উন্নয়নশীল দেশে উত্তরণের ধারাবাহিকতা রক্ষা করা কঠিন। রপ্তানি সম্ভাবনা বিবেচনায় তিনি চামড়া শিল্পখাতকে দেশের দ্বিতীয় বৃহৎ খাত হিসেবে উল্লেখ করেন এবং এখাতের গুণগত মানোন্নয়ন ও রপ্তানি পণ্য বহুমুখীকরণের উদ্যোগ বাস্তবায়নের তাগিদ দেন। আন্তর্জাতিক নিরীক্ষা সম্পন্ন করার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।