শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৪ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীর্ষ দল হোবার্টকে হারিয়ে ফাইনালে মেলবোর্ন স্টার্স

স্পোর্টস ডেস্ক : অষ্টম বিগ ব্যাশে শুরু থেকেই দুর্দান্ত খেলা উপহার দিয়েছিল হোবার্ট হ্যারিকেন্স। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে সেমিফাইনালেও উঠেছিল ম্যাথু ওয়েড ও জর্জ বেইলিরা। কিন্তু ফাইনালে ওঠা হলো না হ্যারিকেন্সদের। ম্যাক্সওয়েলের মেলবোর্ন স্টার্সের কাছে হেরে ফাইনালের স্বপ্ন শেষ হয়েছে বেইলিদের। প্রথম সেমিফাইনালে ৭ বল ও ৬ উইকেট হাতে রেখে ফাইনাল নিশ্চিত করেছে মেলবোর্ন।

বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলেছিল হোবার্ট। হ্যারিকেন্সের হয়ে অর্ধশত রানের ইনিংস খেলেন বেন ম্যাকডরম্যাট। ৪২ বলে ৫৩ রান করেন তিনি। এছাড়া আর্চি শট ৩৫ ও জর্জ বেইলি ৩৭ রান করেন। তাছাড়া দলের কেউই আর দুই অঙ্কের কোটা পার করতে পারেনি।

মেলবোর্নের ডেনিয়েল ওয়ারাল ৪ ওভারে ২৩ রানে ৪ উইকেট নেন। অ্যাডাম জাম্পা ও ডিজে ব্রাভো একটি করে উইকেট নেন।

১৫৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮০ রানের পর ৪টি উইকেট হারিয়ে বিপদ পড়েছিল ম্যাক্সওয়েলরা। তবে দলের হাল ধরেন ম্যাক্সওয়েল ও সেব গোচ জুটি। পঞ্চম উইকেট জুটিতে অনবদ্য ৭২ রান করে দলকে জেতান ম্যাক্সওয়েল ও গোচ। ম্যাক্সওয়েল সর্বোচ্চ ৪৩*  এবং সেব গোচ ৩৩* রান করেন। এছাড়া হ্যান্ডসম্ব ৩৫ রান করে ফেরেন। সবমিলিয়ে ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়েই দলের জয় নিশ্চিত করে মেলবোর্ন।

ফাইনালের আগে দ্বিতীয় সেমিফাইনালে শুক্রবার মুখোুমখি হবে মেলবোর্ন রেনেগার্ডস ও সিডনি সিক্সার্স। এ দু’দলের মধ্যে জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে মেলবোর্ন স্টার্সের। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী রোববার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়