শিরোনাম

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৪ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ার প্রাগপুরে স্থলবন্দর নির্মাণের পরিকল্পনার কথা সংসদকে জানালেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী

আসাদুজ্জামান সম্রাট : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার প্রাগপুরে একটি স্থলবন্দর নির্মাণে সরকারের পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহানের লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রাগপুরে স্থল বন্দর স্থাপনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আইনের বিধানমতে উক্ত স্থানে বাংলাদেশ এবং ভারতীয় উভয় অংশে শুল্ক স্টেশন স্থাপন আবশ্যক। এ লক্ষ্যে প্রাপপুরে শুল্ক স্টেশন চালু এবং ভারতীয় অংশে শুল্ক স্টেশন খোলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় রাজস্ব রোর্ড, বাণিজ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে পত্র দেয়া হয়েছে। উভয় কর্তৃপক্ষ কর্তৃক শুল্ক স্টেশন স্থানের পরই কেবল স্থলবন্দর ঘোষণা ও নির্মাণ কার্যক্রম শুরু হবে।

পিরোজপুর-৩ আসনের ডা. রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ঢাকা-বরিশাল রুটে পরিচালনার জন্য বর্তমানে ২টি নতুন যাত্রীবাহী জাহান নির্মাণাধীন রয়েছে। এছাড়া ৩৫টি বাণিজ্যিক জলযান সংগ্রহ, ৮টি সহায়ক জলযান এবং ২টি নতুন ‘স্লিপওয়ে নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ৩টি অভ্যন্তরীণ যাত্রীবাহী জাহাজ, ৪টি উপক’লীয় যাত্রীবাহী জাহাজ এবং ৩টি রিভার ক্রজার নির্মাণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়