শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৯ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার ক্যাটাগরিতে পদক পেলেন কোস্ট গার্ডের ৪০জন

সুজন কৈরী : বাংলাদেশ কোস্ট গার্ডের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার। কোস্ট গার্ডের উন্নয়ন ও অপারেশনে গুাত্বপূর্ণ অবদানের জন্য এ বছর পদক পেয়েছেন বাহিনীর ১৬ জন কর্মকর্তা, ২২ জন নাবিক ও ২ জন বেসামরিক কর্মকর্তা-কর্মচারী। এবার বাংলাদেশ কোস্ট গার্ড পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক এই ৪টি ক্যাটাগরিতে এই পদক প্রদান করা হয়েছে। তার মধ্যে বর্তমান নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন কালে অকুতোভয় অবদান, বীরত্ব/সাহসীকতাপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদকে ভুষিত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দফতরে প্রতিষ্ঠাবার্ষিকী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খাঁন কামাল।

এবার বাংলাদেশ কোস্ট গার্ড পদকপ্রাপ্তরা হলেন ক্যাপ্টেন এম ইকরাম হোসেন, লে. কমান্ডার এস এম ফজলুল করিম, লে. কমান্ডার ফয়জুল ইসলাম মন্ডল, লে. কমান্ডার এম হামিদুল ইমলাম, লে. কমান্ডার নুরুজ্জামান শেখ, লে. মাহাবুবুল আলম শাকিল, লে. সাখাওয়াত কবির, সৈয়দ জাহাঙ্গীর হাসান, সোহেল রানা ও অন্তু চন্দ্র দাশ।

প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক পেয়েছেন রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী, ক্যাপ্টেন এম এহসান উল্লাহ খান, লে. ফয়সাল বীন রশীদ, এম মজিবুর রহমান, এম জাহিদুল ইসলাম পাঠান, মো. আব্দুস সামাদ, মো. আমির হোসেন, মো. নুরে আজম, এম মাসুদ রানা ও মো. রবিউল ইসলাম।

বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক পেয়েছেন কমডোর মীর ইমদাদুল হক, কমান্ডার এম রিয়াজ হাসান, লে. কমান্ডার এম আসিফ ইবনে হায়দার, সার্জন লে. এম মাহমুদুল হাসান খান, এম কাওছার হোসেন, মো. বদরুল হক, মো. রফিক উদ্দিন, সাদিকুল ইসলাম, মো. লতিফুল আকরাম ও শিপলু কুমার কর।

এছাড়া, প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক পেয়েছেন ই. কমান্ডার সানাউল নোমান (বর্তমানে ক্যাপ্টেন পদবি), সা. লে. এম আশমাদুল ইসলাম, এস এম মোজাফ্ফর আহম্মেদ, এম মোসলেহ উদ্দিন ভ‚ইঁয়া, মো. ওবায়দুল হক ভ‚ইঁয়া, আশরাফ ইবনে আল মামুন, এম ফিরোজ আলম, মো. মমিনুল ইসলাম, মিজানুর রহমান ও শাহানারা বেগম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়