শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২৯ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশুদ্ধ পানির সংকটে সরাইলের অধিকাংশ মানুষ

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শীতকালে দীর্ঘ সময় বৃষ্টির দেখা মেলেনা। এরই মাঝে ইরি বোরো মৌসুমে কৃষকের ধান রোপণের উৎসব। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে বিশুদ্ধ পানির সংকটে ভোগছেন গ্রামের অধিকাংশ মানুষ। আবার কোন কোন স্থানে নলকূপ থাকলেও পানি লবণাক্ত বা লালচে হওয়ায় প্রয়োজনীয় কাজে ব্যবহার হচ্ছেনা।

স্থানীয়রা জানান, বেশিরভাগ এলাকায় নলকূপে পানি না পাওয়ায় বিশুদ্ধ পানির দূর্ভোগে ভোগছেন স্থানীয় এলাকার সর্বস্থরের মানুষ।কৃষক ধান চাষসহ বিভিন্ন ফসলী জমিতে পানি দেওয়ার জন্য নলকুপ, ডিব ডিউবওয়েল থেকে মেশিনের সাহায্যে পানি উত্তোলনের কারণে পানির এ সমস্যা দেখা দিচ্ছে।

এছাড়াও কৃষি জমিতে সেচ দিতে গিয়ে এলাকায় থাকা নলকুপ গুলোতে পানি পাওয়া যাচ্ছেনা। গ্রামের বেশীর ভাগ এলাকার পরিবার গুলো বিশুদ্ধ পানির সংকটে নিরবে ভোগছেন। পানি না আসায় নলকূপগুলোতেও মরিচা পড়ে গেছে। দিন-রাত ২৪ ঘন্টা মেশিন দিয়ে পানি উত্তোলনের কারণে এ সমস্যা আরোতীব্র আকার ধারণ করছে।

স্থানীয় কৃৃষক কুদ্দুস মিয়া জানান, ডিপকল বা নলকুপ থেকে রাত্রিকালিন পানি উত্তোলন করলে এ সমস্যার কিছুটা লাঘব হতে পারে। অন্যান্য এলাকায় এ প্রথা চালু থাকলেও এখানকার সেচ পাম্পের মালিকরা তা মানছেন না।

সেচ পাম্পের মালিকদের সাথে কথা বললে তারা জানান, কৃষকদের ফসলী জমিতে প্রয়োজন মত পানি না পেলে কৃষকের চাষাবাদের জমি শুকিয়ে যাওয়ার সম্ভবনা বেশি। তাই ফসলি ক্ষেত টিকিয়ে রাখতে হলে প্রয়োজন মত পানি দিতে হয়।

এদিকে বিশুদ্ধ পানির সংকটে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ কোমলমতি স্কুল-মাদরাসার শিক্ষার্থীরা। পানির দুর্ভোগ কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন সরাইল উপজেলার আপামর জনগণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়