শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৪৭ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুলকপি চাষে লাভবান বাঞ্ছারামপুরের কৃষকরা

ফয়সল আহমেদ : কয়েকবার টানা লোকসান হলেও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বেশ কয়েকটি গ্রামের অর্ধশতাধিক কৃষক ফুলকপি চাষ করে এ বছর লাখ টাকা লাভ করেছেন। চাষিদের মুখে এবার হাসি ফুটেছে। ফলন যেমন ভালো হয়েছে, দামও অনেক বেশি পাচ্ছেন তারা।

তাছাড়া ঢাকার মোকামে বাঞ্ছারামপুরের ফুলকপির চাহিদাও বেশ ভালো। এখানকার বিষমুক্ত ফুলকপি ঢাকাসহ দেশের বিভিন্ন হাটবাজারে চলে যাচ্ছে।সদর উপজেলার শেকেরকান্দি গ্রামের ফুলকপি চাষি আলাউদ্দিন বলেন, এবার ঢাকায় ফুলকপির ব্যাপক চাহিদা। তাই নিশ্চিন্তে বিক্রি করছি জমি থেকেই। এবারই প্রথম ২ দফা ফলন তুলেছেন তিনি। তিনি জানান, গতবার এলাকার হাটবাজারে এই সময় ফুলকপি প্রতি মণ ৩শ থেকে ৪শ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু এবার তা বিক্রি করছি এক হাজার থেকে ১২শ টাকায়।

বাঞ্ছারামপুর কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা এ.আর হুমায়ূন কবীর জানান, চলতি মৌসুমে উপজেলায় শীতকালীন আগাম সবজি হিসেবে ৩৭১ হেক্টর জমিতে ফুল/বাধা কপির চাষ হয়েছে। চাষিরা স্থানীয় বাজারে চাহিদা মিটিয়েও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে এখানকার ফুলকপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়