শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:২৭ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ফিরছেন সাকিব!

নিজস্ব প্রতিবেদক : চোটের কারণে দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি সাকিব আল হাসান। ওয়ানডে সিরিজ খেলা থেকে আগেই বিরত রয়েছেন তিনি। টেস্ট সিরিজেও খেলা নিয়ে সংশয় আছে। তবে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে ফেরার প্রত্যাশা করছেন তিনি।

বিপিএল ফাইনালে চোট পেয়ে তিন সপ্তাহ মাঠের বাইরে চলে যান সাকিব। ফলে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে তার নিউজিল্যান্ড যাত্রা ব্যাহত হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে জানানো হয়, কিউইদের বিপক্ষে পুরো সিরিজ একরকম শেষ হয়ে গেছে। কারণ, ইনজুরি থেকে সেরে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে তার আসতে টাইগারদের দ্বীপদেশটি সফর শেষ হয়ে যেতে পারে।

কিন্তু দ্রুত সেরে উঠছেন সাকিব। তার আঙুলের চোট উন্নতির দিকে। তাই তিনি মনে করছেন, কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন। ব্যত্যয় ঘটলে তৃতীয় ও শেষ ম্যাচে অংশ নেয়া প্রায় নিশ্চিত।

সাকিব বলেন, শেষ দ্বিতীয় টেস্ট বা তিন নম্বরটা খেলার ইচ্ছা আছে। সম্ভবত পারব। চোট থেকে সেরে উঠতে পারবো। দ্বিতীয়টি না পারলে শেষটা খেলার সম্ভাবনা প্রবল।

তবে বিশ্বসেরা অলরাউন্ডারের ভয় অন্য জায়গায়। টেস্ট ক্রিকেটের ধকল সামলাতে গিয়ে চোটাক্রান্ত হওয়ার প্রবল ঝুঁকি থাকে। অচেনা কন্ডিশনে খেলছে টাইগাররা। যে কেউ এর বলির পাঁঠা হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়