শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১১ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত-নিউজিল্যান্ডের পর ‘ডিআরএস’ বিতর্ক আফ্রিকা-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচে

স্পোর্টস ডেস্ক : প্রযুক্তির পথে হেটেও পাওয়া যাচ্ছেনা সামাধান। ভারত মুখ ফিরিয়ে থাকায় দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটে জাঁকিয়ে বসতে পারেনি ডিসিশন রিভিউ সিস্টেম বা সংক্ষেপে ডিআরএস। রিভিউয়ে ব্যবহৃত প্রযুক্তির সবক’টি যে নির্ভুল নয়, মূলত তা নিয়েই প্রশ্ন তুলেছিল ভারতীয় বোর্ড। পরে অবশ্য বিসিসিআই দ্বি-পাক্ষিক সিরিজে ডিআরএস ব্যবহারে সম্মত হয়। তবে বিতর্ক থেকেই যায় রিভিউ সিস্টেমের গ্রহণযোগ্যতা নিয়ে।

প্রায়ই প্রযুক্তির ব্যবহারে নেওয়া আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় ক্রিকেটারদে। ভারত-নিউজিল্যান্ড টি-২০ সিরিজেও ডিআরএস নিয়ে মাঠেই হতাশা প্রকাশ করতে দেখা যায় কিউ অধিনায়ক কেন উইলিয়ামসনকে। সপ্তাহ ঘুরতে না ঘুরতে আন্তর্জাতিক ক্রিকেটে আবার ফিরে এলো ডিআরএস বিতর্ক। এবার ডিআরএস কাঠগড়ায় উঠল দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচে।

যদিও এক্ষেত্রে ডিআরএসে ব্যবহৃত প্রযুক্তি নয়, বরং ডিআরএস নিয়ে আইসিসি’র নিয়মবিধিকেই বিভ্রান্তির জন্য দায়ি করা যায়। অবশ্য ফিল্ড আম্পায়ার আলিম দারকেও দায়ি হিসাবে চিহ্নিত করা হলে ভুল করা হবে না মোটেও। কারণ, আইসিসি’র নিয়ম তিনিই সঠিক ভাবে পালন করেননি।

কিংসমিডে টেস্টের প্রথম দিনের দ্বিতীয় ওভারের ঘটনা। ডিন এলগারকে শূন্য রানে আউট করার এক বল পরেই বিশ্ব ফর্নান্ডোর ডেলিভারি গিয়ে লাগে সদ্য ক্রিজে আসা হাসিম আমলার প্যাডে। এলবিডব্লির জোরালো আবেদন প্রত্যাখ্যান করেন আম্পায়ার দার। নিজেদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনার পর শ্রীলঙ্কা অধিনায়ক করুণারতেœ রিভিউ চাইলে তা নাকচ করে দেন আম্পায়ার। কারণ হিসাবে জানানো হয় শ্রীলঙ্কা রিভিউ চাইতে দেরি করে ফেলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়