শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০৮ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএসইতে ৮ কোম্পানির শেয়ারে বিক্রেতা শূন্য

এস এম এ কালাম : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৮ হলো : নর্দান ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ,মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স।

জানা গেছে, বুধবার নর্দান ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২২ টাকায়। আজ বৃহস্পতিবার ২২.৪০ টাকায় লেনদেন শুরু হয়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার ২৪.২০ টাকায় লেনদেন হয়েছে। এক্ষেত্রে শেয়ারটির দর ১০ শতাংশ বেড়েছে।

বুধবার গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২২ টাকায়। আজ বৃহস্পতিবার ২৪.২০ টাকায় লেনদেন শুরু হয়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার ২৪.২০ টাকায় লেনদেন হয়েছে। এক্ষেত্রে শেয়ারটির দর ১০ শতাংশ বেড়েছে।

বুধবার পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭.১০ টাকায়। আজ বৃহস্পতিবার ১৭.৫০ টাকায় লেনদেন শুরু হয়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার ১৮.৮০ টাকায় লেনদেন হয়েছে। এক্ষেত্রে শেয়ারটির দর ৯.৯৪ শতাংশ বেড়েছে।

বুধবার ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭.৬০ টাকায়। আজ বৃহস্পতিবার ৪৯.৬০ টাকায় লেনদেন শুরু হয়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার ৫২.৩০ টাকায় লেনদেন হয়েছে। এক্ষেত্রে শেয়ারটির দর ৯.৮৭ শতাংশ বেড়েছে।

বুধবার আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৮.৯০ টাকায়। আজ বৃহস্পতিবার ৭০ টাকায় লেনদেন শুরু হয়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার ৭৫.৭০ টাকায় লেনদেন হয়েছে। এক্ষেত্রে শেয়ারটির দর ৯.৮৬ শতাংশ বেড়েছে।

বুধবারমার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪.৪০ টাকায়। আজ বৃহস্পতিবার ২৫ টাকায় লেনদেন শুরু হয়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার ২৬.৮০ টাকায় লেনদেন হয়েছে। এক্ষেত্রে শেয়ারটির দর ৯.৮৩ শতাংশ বেড়েছে।

বুধবার রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৭.৯০ টাকায়। আজ বৃহস্পতিবার ২৯ টাকায় লেনদেন শুরু হয়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার ৩০.৬০ টাকায় লেনদেন হয়েছে। এক্ষেত্রে শেয়ারটির দর ৯.৬৭ শতাংশ বেড়েছে।

এছাড়া বুধবার বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২১.৪০ টাকায়। আজ বৃহস্পতিবার ২১.৫০ টাকায় লেনদেন শুরু হয়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার ২৩.৫০ টাকায় লেনদেন হয়েছে। এক্ষেত্রে শেয়ারটির দর ৯.৮১ শতাংশ বেড়েছে।

বর্তমানের এই ৮টি কোম্পানির শেয়ার বিক্রয় করার মতো কোন বিনিয়োগকারী নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়