শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৩৬ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমস্যায় ভারাক্রন্ত দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ নং ওয়াডের্র বাসিন্দারা

জাবের হোসেন: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ নং ওয়ার্ডের রাস্তাঘাট বেহাল, অপরিকল্পিত ভবন, ড্রেনেজ ব্যবস্থাসহ নানা সমস্যায় জর্জরিত। ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশনের আওতায় আসায় আশার আলো দেখেছিলেন মাতুয়াইল, কাজলারপাড়সহ কয়েকটি এলাকা নিয়ে গঠিত এই ওয়ার্ডের বাসিন্দারা। ডিবিসি নিউস

কাজলারপাড়, ভাঙাপ্রেস, কাজীরগাঁও, মাতুয়াইল পশ্চিমপাড়া, মাতুয়াইল মাঝপাড়া, মাতুয়াইল উত্তরপাড়া ও মাতুয়াইল শরীফ পারা প্রায় ৩৫ হাজার ভোটার নিয়ে ৬৩ নং ওয়ার্ডে ৬ জন কাউন্সিলর প্রার্থীর নির্বাচন হবে ২৮শে ফেব্রুয়ারি। যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে এক কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন এই ৬৩ নম্বর ওয়ার্ড। নগরীর এতো কাছাকাছি অথচ উন্নয়ন অবকাঠামোতে এই এলাকায় রয়েছে দীর্ঘদিনের অবহেলা আর বঞ্জনার ছাপ।

স্থানীয়দের মতে, অপরিকল্পিতভাবে ভবন গড়ে ওঠায় দিনে দিনে প্রকট হয়েছে ড্রেনেজ সমস্যা, এরই ধারাবাহিকতায় জলাবদ্ধতা। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মশার বংশ বিস্তার। সই সঙ্গে আছে মাদকের প্রভাব।

স্থানীয়রা জানান, রাস্তাঘাট এবং জলাবদ্ধতা এখানকার অনেক পুরনো সমস্যা। তাই আসছে নির্বাচনে যারা প্রার্থী হবেন বা নির্বাচিত হবেন তাদের কাছে ওয়ার্ডটিকে সন্ত্রাসমুক্ত করার পাশাপাশি সমস্যা সমাধানের অনুরোধ জানান স্থানীয়রা।
চলতি মাসেই প্রথমবার এই ওয়ার্ডে নির্বাচিত হবেন কাউন্সিলর। এলাকার নানা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের কাছে। কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম খান দিলু নির্বাচিত হয়েই প্রথমে মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শফিকুল ইসলাম খান দিলু বলেন, এলাকার মানুষ যেন নির্বিঘেœ চলাফেরা করতে পারে এবং শিক্ষপ্রতিষ্ঠানগুলোতে ভালো সংস্কৃতির চর্চা হয় সেদিকে খেয়াল রাখবো। সিটি কর্পোরেশনে নতুন যুক্ত হওয়া এই এলাকাকে আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তোলবো ইনশাআল্লাহ

  • সর্বশেষ
  • জনপ্রিয়