শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০৮ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিগ ব্যাশের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হোবার্ট ও মেলবোর্ন

স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতে শেষ হতে চলেছে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টুয়েন্টির ফ্র্যাঞ্চাইজি বিগ ব্যাশ লিগ। দুই মাসব্যাপী এ টুর্নামেন্ট শুরু হয়েছিল গত ১৯ ডিসেম্বর। গ্রুপ পর্বের ঝক্বি-ঝামেলা শেষে আজ শুরু হচ্ছে নক-আউট পর্ব। আটটি দল থেকে শীর্ষ চার দল উঠেছে সেমিফাইনালে। বিদায় নিয়েছে বাকি চারটি। হোবার্ট হ্যারিকেন্স, মেলবোর্ন স্টার্স, মেলবোর্ন রেনেগার্ডস ও সিডনি সিক্সার্স সেমিতে খেলার সুযোগ পেয়েছে।

প্রথম সেমিফাইনালে  হোবার্ট হ্যারিকেন্সের বিরুদ্ধে খেলবে মেলবোর্ন স্টার্স। আর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে মেলবোর্ন রেনেগার্ডস ও সিডনি সিক্সার্স। আজ প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে হোবার্টের বেলিরিভ ওভালে। বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

ইতিমধ্যে আসরের সর্বোচ্চ শিরোপাজয়ী পার্থ স্কোর্চার্স বিদায় নিয়েছে। নক আউট পর্বে জায়গা করতে পারেনি গতবারের শিরোপাজয়ী অ্যাডিলেড স্ট্রাইকার্সও। এবারের আসরে শিরোপা ঘরে তুলতে মরিয়া হয়েই আসর শুরু করেছিল গ্লেন ম্যাক্সওয়েলরা। গ্রুপ পর্বের ১৪ ম্যাচের ৭টি জিতে শেষ দল হিসেবে নক-আউট পর্বে জায়গা করে নিয়েছে। স্টোইনিস, হ্যান্ডসকম্ব ও ব্রাভোরা আছেন দুর্দান্ত ফর্মে।

অবশ্য কমে ছেড়ে দিবে না হোবার্টও। কেননা তারা পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে। ১৪ ম্যাচের দশটি জিতেই গ্রুপ পর্ব  থেকে শেষ চারে উঠেছে ম্যাথু ওয়েডরা। দলের হয়ে ডিআর্চি শট, ম্যাকডর্মেট ও জর্জ বেইলিরা আছেন আগুনে ফর্মে। আজও সহজ জয় দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করতে চাইবে অ্যাডাম গ্রিফিথের শিষ্যরা।

খেলাটি সরাসরি দেখাবে সনি সিক্স। বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়