শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:০৩ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোয়াইন ফ্লুতে আক্রান্ত শাবানা আজমি হাসপাতালে

মুসফিরাহ হাবীব: সম্প্রতি সর্দি-কাশিতে ভুগছিলেন বলিউড অভিনেত্রী শাবানা আজমি। শেষে ধরা পড়ল সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়েছেন তিনি। তাকে মুম্বাইয়ের নামী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে, প্রচণ্ড সর্দি ও কাশি নিয়ে পারিবারিক চিকিৎসকের কাছে গিয়েছিলেন বর্ষীয়ান এই অভিনেত্রী৷ নানা ডাক্তারি পরীক্ষার পর রক্তে এইচ১ এন১ ভাইরাসের প্রমাণ মেলে৷ তারপরই চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন শাবানা৷

চলছে তার চিকিৎসা৷ তবে উদ্বেগের কোনো কারণ নেই বলেই জানাচ্ছেন চিকিৎসকরা৷ চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন তিনি। আর সোয়াইন ফ্লু নিয়ে বিশেষ চিন্তিতও নন শাবানা৷ বরং অসুস্থতার জন্য বিশ্রাম নিতে পেরে দারুণ খুশি তিনি৷

শাবানা জানিয়েছেন, এ সময়টা তিনি নিজের জন্য কাটাতে চান৷ ব্যস্ততার কারণে বিছানায় শুয়ে চিন্তা ভাবনা করার সময় একদমই পান না৷ সোয়াইন ফ্লুর কারণে প্রয়োজনীয় বিশ্রাম তাকে নিতেই হবে৷ ফলে ব্যস্ত সিডিউল থেকে কিছুদিন বিরতি পাবেন ভেবেই আনন্দিত শাবানা৷ চিকিৎসকরাও তাকে পুরোপুরি বিশ্রাম নিতে বলেছেন।

চিকিৎসকরা সর্দিকাশি হলে দ্রুত চিকিৎসকের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিচ্ছেন। অসুস্থতার সময়টা বাড়িতে পুরোপুরি বিশ্রাম নেওয়া, সবসময় হাত ধুয়ে জীবাণু মুক্ত থাকা এবং সর্দি বসে গেলে দ্রুত চিকিৎসা করানো উচিত বলেও মনে করছেন চিকিৎসকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়