শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪৭ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাহসান ও টিনার ‘শেষ দিন’

বিনোদন প্রতিবেদক: ‘মনে করো, কাল বলে কিছু নেই আজই সেই শেষ দিন, যা বলার আছে বলে দাও/ জানোই তো মনখুলে সব বলা কত কঠিন/ মনে করো, আজই শেষ দিন...’ কথাগুলো বলেছেন সংগীতশিল্পী তাহসান খান ও টিনার কিন্তু ‘‘তা এসেছে সুরে, গান’। দৈত্বভাবে এই গানে কন্ঠ দিয়েছেন তাহসান খান ও টিনা।

গানের শিরোনাম ‘শেষ দিন’। ভালোবাসা দিবস উপলক্ষে আজ বুধবার বিকেলে সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে গানটির মিউজিক ভিডিও। গানের কথা লিখেছেন জুলফিকার রাসেল,যৌথভাবে সুর করেছেন তাহসান ও সাজিদ সরকার। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। ভিডিওটি নির্মাণ করেছেন রাজ চিন্ময়ী।

এ বিষয়ে তাহসান বলেন, ‘গানের কথাগুলো অসাধারণ। গানের কথাগুলোই গানের মুল শক্তি। এছাড়াও সুর আমি নিজেই করেছি।সবমিলেই অসাধারণ একটি গান আর সেই সাথে মিউজিক ভিভিওটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে। বাকিটা শ্রোতারা বলবেন।’

এ বিষয়ে টিনা আমাদের সময়কে বলেন, ‘শাস্ত্রীয় সংগীত নিয়ে মূলত আমি পড়াশোনা করেছি। আর এ কারণে আমি অন্যরকম করার চেষ্টা করি। আর সেজন্য আমি সবসময় অন্যরকম কাজ করার চেষ্টা করি। দর্শকরা যারা আছেন তারা দেখলে ব্যাতিক্রম কিছু পাবেন। এই গানটিতে সেই চেষ্টা করা হয়েছে।’

জানা গেছে, ‘শেষ দিন’ গানটি তৈরি করা হয় ২০১৮ সালের প্রথম দিকে। ভালোবাসা দিবস উপলক্ষে এই গানটি ভিডিও করা হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়