শিরোনাম

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০৪ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার জনের মধ্যে একজন ভ্যাটিক্যান পুরোইতই সমকামী

লিহান লিমা: রোমান ক্যাথলিক চার্চের অনেক জেষ্ঠ্য পুরোহিতই সমকামী বলে সদ্য প্রকাশ হতে যাওয়া ‘দ্য ক্লোজেট অব ভ্যাটিকান, পাওয়ার হোমোসেক্সুয়ালিটি’ বইতে দাবি করেছেন ফ্রান্সের সাংবাদিক এবং লেখক ফ্রেডরিক মার্টেল। আসছে সপ্তাহে বইটি বাজারে আসতে যাচ্ছে। গার্ডিয়ান, দ্য উইক, ডেইলি মেইল

বইটিতে দাবি করা হয়েছে, ভ্যাটিকানে কাজ করা ৮০ ভাগ পুরোহিতই সমকামী। আগামী বুধবার বিশ্বের ২০টি দেশে ৮টি ভাষায় ৫৭০ পৃষ্ঠার এই বইটি প্রকাশিত হতে যাচ্ছে। এইদিনই ভ্যাটিকানে বিশ্বজুড়ে সব বিশপদের সম্মেলন হওয়ার কথা রয়েছে। যৌন হয়রানি ইস্যুতে এই বিশপদের তলব করেছেন পোপ। যদিও এই বইটি সম্প্রতি আলোচিত চার্চের যৌন কেলেঙ্কারি সম্পর্কিত নয়।
বইয়ের প্রকাশক ব্লুমসবারি জানায়, এতে ভ্যাটিকানের সব দুর্নীতি, কপটতা এবং ভ-ামির তথ্য রয়েছে। মার্টেল দাবি করেন, গত হওয়া কলম্বিয়ার সাবেক কার্ডিনাল আলফনসো লোপেজ ত্রুজিলো সমকামীতার প্রসারে কাজ করতেন এবং পুরুষ যৌনকর্মীর আখড়া গড়েছিলেন। তিনি বলেন, অনেক পুরোহিতই অন্য পুরুষের সঙ্গে সতর্ক সম্পর্ক রাখেন। আবার অনেকেই পরিণত হয়েছেন পুরুষ যৌনকর্মীতে। এই বইতে অনেক জ্যেষ্ঠ পুরোহিতের দ্বিচারিতা প্রকাশ করা হবে।

ফ্রান্স সরকারের সাবেক পরামর্শক মার্টেল বইটি লিখতে ৪ বছর গবেষণা করেছেন। নিয়েছেন ১ হাজার ৫০০ সাক্ষাতকার। যার মধ্যে রয়েছেন ৪১ জন কার্ডিনাল, ৫২জন বিশপ এবং মনসাইনোর, ৫৫জন পোপের দূত, ১১জন সুইস গার্ড এবং ২০০’র ও বেশি পুরোহিত এবং সেমিনারিয়ান।

গার্ডিয়ান জানায়, এর আগে পোপ ফ্রান্সিস ভ্যাটিকানে এক ভাষণে বলেছিলেন, ‘যদি কোন ব্যক্তি সমকামী হয় এবং ইশ্বর তাকে ক্ষমা করেন, তবে আমি বিচার করার কে?’ গত বছর যৌন হয়রানির দায়ে অভিযুক্ত হওয়া চিলির পুরোপিত জুয়ান কার্লোস ক্রুজকে এক ব্যক্তিগত বৈঠকে পোপ বলেন, ‘কালোর্স তুমি গে, তা কোন বিষয় না। ইশ্বর তোমাকে এমন করেই তৈরি করেছেন এবং তোমাকে ভালবাসেন। তাই আমি বিষয়টি কে পাত্তা দেই না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়