শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১১ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমপি’র বাড়ির রাস্তার একি হাল!

ডেস্ক রিপোর্ট : টাঙ্গাইলের গোপালপুরের হাটবৈরাণ-বড়মা সড়কের এখন বেহাল দশা। কাঁচা এ সড়কটির একমাত্র কালভার্টও ভাঙা। এতে করে ১০টি গ্রামের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। তিন কিলোমিটার এ রাস্তা ধরেই স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের নিজ বাড়ি বড়মা গ্রামে যাতায়াত করতে হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এ পথের গুরুত্ব্ব বাড়াসহ বেড়েছে মানুষের যাতায়াত। সরজমিনে জানা যায়, উপজেলার হাটবৈরাণ, মাকুল্যা, বড়মা, ধোপাকান্দি, কুকুরজানিসহ দশ গ্রামের শত শত মানুষ প্রতিদিন এ পথেই যাতায়াত করেন। এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি সত্ত্বেও সড়কটি পাকা করা হয়নি। বর্ষাকালে স্কুল-কলেজের শিক্ষার্থীদের এ কাঁচাসড়ক ধরেই উপজেলা সদরের স্কুল-কলেজে যেতে হয়।

হাটবাজারে কৃষিপণ্য আনা নেয়া হয় এ পথেই। পনেরো বছর আগে এ সড়কের হাটবৈরাণ এলাকায় একটি কালভার্ট নির্মাণ করা হয়। সমপ্রতি কালভার্টটির ছাদের অংশ বিশেষ ভেঙে গেছে। ফলে ভাঙা কালভার্টের ওপর দিয়ে যানচলাচল দূরের কথা পায়ে হেঁটে চলাচল করাই দুঃসাধ্য হয়ে পড়েছে। রাতের বেলায় চলাচল করতে গিয়ে অনেকেই দুর্ঘটনারও শিকার হচ্ছেন।

হাটবৈরাণ গ্রামের বাসিন্দা আব্দুল হাই জানান, এই গ্রামের বিশাল মাঠের ফসল কৃষকরা এ কাঁচা সড়কেই বাড়িতে নিয়ে আসে। কিন্তু কালভার্টটি অকেজো হয়ে পড়ায় কৃষকরা বেকায়দায় পড়েছে। গত বর্ষায় কাঁচা সড়কের কোনো কোনো স্থান ধসে পড়েছে। পায়ে হেঁটে যেতেও এখন সমস্যা।
রাস্তাটির বিষয়ে গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা বলেন, জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে পৌরসভার উদ্যোগে জরুরি ভিত্তিতে সেখানে নতুন কালভার্ট নির্মাণ শুরু হতে যাচ্ছে। যা জন সাধারণের কিছুটা হলেও উপকার হবে। এছাড়াও এ রাস্তাটি খুব তাড়াতাড়ি পাকা করা হবে।
গোপালপুর এলজিইডির প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, ওই কাঁচা সড়কটি পাকাকরণের জন্য অনুমোদন চায়া হয়েছে। ফান্ড পেলেই রাস্তার কাজ শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়