শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫০ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কম বয়সী শিশুদের কাছে তামাক পণ্য বিক্রি না করার আহবান

বরিশাল প্রতিনিধি: তামাক নিয়ন্ত্রণ আইনে ১৮ বছরের কম বয়সী শিশুদের কাছে বিড়ি, সিগারেটসহ সকল ধরণের তামাকজাত পণ্য বিক্রির নিষেধাজ্ঞা থাকলেও বরিশালে তা মানা হচ্ছেনা। দোকানীরা আইনের প্রতি তোয়াক্কা না করে হরহামেশাই স্কুল-কলেজের উঠতি বয়সী শিক্ষার্থীদের কাছে সিগারেটসহ বিভিন্ন তামাক পণ্য বিক্রি করছেন।

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের গঠিত টাস্কফোর্সের নিস্কিয়তার কারণেই এমনটি হচ্ছে বলে মনে করছেন তামাক বিরোধী সংগঠন ‘টার্গেট পিপলস্ ফর অর্গানাইজেশন’ টিপিডিও’র নির্বাহী পরিচালক সাংবাদিক মোহাম্মদ আলী বাবু। মঙ্গলবার সংগঠনের জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দরের নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সৌজন্যে অনুষ্ঠিত সভায় মোহাম্মদ আলী বাবু বলেন, তামাক কোম্পানীগুলো নানা কৌশলে আইনের অমান্য করে তাদের পণ্যের প্রচার অব্যাহত রেখেছে। অনেক পাবলিক প্লেসে এখন প্রকাশ্যে ধুমপানের প্রবণতা বেড়েছে। এসব প্রতিরোধে টাস্কফোর্সের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য তিনি অনুরোধ করেন। সভায় শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সিগারেট ও তামাকজাত পণ্য বিক্রির বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করার জন্য তিনি (মোহাম্মদ আলী বাবু) জোর দাবি করেন। একইসাথে কমবয়সী শিশু ও তরুনদের কাছে বিড়ি, সিগারেটসহ সকল ধরনের তামাকজাত পণ্য বিক্রি না করার জন্য বিক্রেতাদের প্রতি আহবান করেন।

অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক বদরুজ্জামান খান সবুজ, সাংবাদিক মণীষ চন্দ্র বিশ্বাস, এইচএম মাকসুদ আলী সুমন, মোল্লা ফারুক হাসান, জামিল মাহমুদ, এসএম মিজান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়