শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১১ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মজলুমের জন্য হলেও ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে: আ স ম রব

শিমুল মাহমুদ: বাংলাদেশের মানুষ আপোষে পরিবর্তন চায় জানিয়ে জে এস ডির সভাপতি আ স ম আব্দুর রব বলেন, আমাদের সমাজের অর্থনৈতিক গুণগত পরিবর্তন হয়েছে। এখন মানুষ আপোষে পরিবর্তন চায়। 'দ্যা ওয়ান টু লোস' তারা অর্জন করতে চাই। কিন্তু বিসর্জন দিতে চায় না। ত্যাগ স্বীকার করতে রাজি না। এখন প্রত্যেকের টাকা পয়সা হয়েছে, গাড়ি বাড়ি সব হয়েছে। আমার অনুরোধ আমাদের এক লক্ষ ছেলে জেলে আছে। তাদের মা বাবা বাঁচবে কিভাবে। গণতন্ত্র হোক বা না হোক আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এদের জন্য হলেও আন্দোলন গড়ে তুলি।

মঙ্গলবার (১২ ফেব্রয়ারী) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গণ ফোরামের আয়োজনে গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পুত্র প্রয়াত রাশেদ সোহরাওয়ার্দীর মৃত্যুতে আয়োজিত শোক সভায় তিনি এ কথা বলেন।

আ স ম আব্দুর রব বলেন, বলেন, ১৬ কোটি মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে কেউ প্রতিবাদ করল না। এটা কি শুধু কোন রাজনৈতিক নেতা করবে, কোন রাজনৈতিক দল করবে? এটা হয় না। আজকে ১৬ কোটি মানুষের অধিকার কেড়ে নিলো কেউ প্রতিবাদ করলো না। আজকে বাংলাদেশের লক্ষ ছেলে জেলে আছে। হাজার হাজার মামলা। বিনা অপরাধে বিনা কারণে বছরের পর বছর জেলে আছে। গণতন্ত্র হোক বা না হোক আমি জানি না। ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া ওদেরকে কারাগার থেকে মুক্ত করা যাবে। না এটা নিশ্চিত।

তিনি বলেন, আজকে যারা ক্ষমতায় আছে এদের মধ্যে মানবিক মূল্যবোধ নাই। মানুষের প্রতি তাদের কোন ভালোবাসা নাই। তাই দয়া দাক্ষিণ্য করে এদের মুক্ত করা যাবে এটা বিশ্বাস করি না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়