শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০৬ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই দলের ওপরই আস্থা রাখছেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর কখনোই সুখকর হয়নি। নিউজিল্যান্ডের মাটিতে এ পর্যন্ত ১০টি ওয়ানডে খেলে এখনও জয় পায়নি বাংলাদেশ। সেই সঙ্গে সাতটি টেস্টের একটিতেও ড্র করতে পারেনি টাইগাররা। সেই দলের বিরুদ্ধে লড়বে মাশরাফির দল। তাও আবার সাকিব আল হাসানকে ছাড়া। কিন্তু আশা হারাচ্ছেন না দলনায়ক মাশরাফি বিন মর্তুজা। যে দল নিয়ে গেছেন তাদের ওপরই ভরসা রাখতে চাচ্ছেন ম্যাশ।

রাত পোহালেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ দল। যে দল আবার নিউজিল্যান্ডে গেছে দু’ভাগে। যার একভাগ প্রস্তুতি ম্যাচ খেলেছে আরেক ভাগ খেলতে পারেনি। এমন দল নিয়েই তাসমান সাগরের পাড়ে লড়বে তামিমরা। সাকিব নেই, প্রস্তুতিতেও থেকে গেছে ঘাটতি এবং প্রতিকুল আবহাওয়া মোকাবেলা সব মিলিয়ে বেশ ছন্নছাড়া দল নিয়েই মাঠে নামতে হবে মাশরাফিকে।

কিন্তু নায়কটা যেহেতু মাশরাফি তিনি তো একটু অন্য ধাতুতে গড়া। এই যে সিরিজ শুরুর আগে এত ঘটনা, দুর্ঘটনা- এই সবকিছু মাথা থেকে ঝেড়েই মাঠে নামতে চান তিনি। ‘যথাযথ প্রস্তুতি হয়নি, কিন্তু এখন তো আর পেছনের কথা ভেবে লাভ নেই। যা গেছে, গেছে। আমাদের এখন ইতিবাচক থাকতে হবে। যেটুকু আছে, সেটা নিয়েই জেতার চেষ্টা করতে হবে। নিউজিল্যান্ড সফর সব সময়ই কঠিন আমাদের জন্য। এবার না হয় আরেকটু কঠিন হবে।’ বলছিলেন মাশরাফি

তবে সাকিবের অভাবটা নিয়ে আসলেই চিন্তিত মাশরাফি। নিউজিল্যান্ড থেকে টিম ম্যানেজমেন্ট এখন পর্যন্ত সাকিবের বদলি কাউকে চায়নি। অবশ্য মাশরাফি তো বলেই দিয়েছেন, ‘সাকিব ছাড়াও আমাদের ভালো খেলার দৃষ্টান্ত আছে। এটা ঠিক যে জিম্বাবুয়ে সিরিজ থেকে টানা ম্যাচ খেলার মধ্যে থাকায় সবাই একটু ক্লান্ত। বিপিএলের পরও বেশি বিরতি পাওয়া যায়নি। তারপরও চেষ্টা তো করতেই হবে। যারা আছে, তারা সুযোগ কাজে লাগাতে পারলে ভালো করা অসম্ভব নয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়