শিরোনাম
◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৩ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশিয় পেইন্ট ম্যানুফ্যাকচারিং শিল্পের স্বার্থ সুরক্ষা করা হবে : শিল্পমন্ত্রী

স্বপ্না চক্রবর্তী : দেশিয় পেইন্ট ম্যানুফ্যাকচারিং শিল্পের স্বার্থ সুরক্ষায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, বর্তমান সরকার দেশিয় শিল্প বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও আমদানিবিকল্প পণ্য উৎপাদনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। দেশের অভ্যন্তরে রংয়ের চাহিদা বাড়ায় সরকারি পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে এ শিল্পে বিনিয়োগকারী দেশিয় উদ্যোক্তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার শিল্পমন্ত্রী বাংলাদেশ পেইন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমএ) এক প্রতিনিধিদলের সাথে বৈঠককালে এ কথা জানান। শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বিপিএমএ’র সভাপতি রূপালী চৌধুরী, মহাপরিচালক আসাদুজ্জামান শহীদ খান, সিনিয়র সহসভাপতি হাজী শফিকুল্লাহ্ খান, সহ-সভাপতি হামিদুর রহমান ও প্রকৌশলী আবদুর রহমান, কোষাধ্যক্ষ সৌমিত্র রায়, কার্যনির্বাহী কমিটির সদস্য বি.বি.সাহা রায়সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রতিনিধিদলের সদস্যরা জানান, দেশে ব্যবহৃত মোট পেইন্টের শতকরা ২০ ভাগ দেশিয় কারখানার উৎপাদন থেকে যোগান দেয়া হচ্ছে। বর্তমানে দেশে ৬০টি রং উৎপাদনকারী শিল্প কারখানা গড়ে ওঠেছে। তারা ৩ জুলাই, ২০১৮ বিএসটিআই জারীকৃত এসআরও নম্বর ২২০-আইন/২০১৮ এর উল্লেখ করে বলেন, এতে রং উৎপাদনের উপকরণগুলোর মানদন্ডের প্যারামিটার এবং বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

তারা বলেন, রঙে সীসার পরিমাণ চিহ্নিত করার জন্য বিএসটিআই নির্ধারিত মার্কিং ফি তুলনামূলকভাবে অনেক বেশি। এছাড়া, বিনিয়োগ সামর্থ ও জনবলের সীমাবদ্ধতার কারণে দেশিয় রং উৎপাদনকারী কারখানাগুলোর পক্ষে এসআরও অনুযায়ী ল্যাবরেটরি স্থাপন সম্ভব হচ্ছে না। ফলে তাদের ব্যবসা বাধাগ্রস্থ হচ্ছে। তারা উল্লিখিত এসআরও’র নির্দেশনা বাধ্যতামূলক না করে, ঐচ্ছিক করার দাবি জানান।

এর প্রেক্ষিতে শিল্পমন্ত্রী বলেন, শিল্পায়নের লক্ষ অর্জনে স্থানীয় শিল্পের প্রতি অগ্রাধিকার দেয়া হবে। একই সাথে বহুজাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানের স্বার্থও বিবেচনা করা হবে। রং উৎপাদনকারী শিল্পের সাথে তৃণমূল পর্যায়ে বিশাল জনগোষ্ঠির কর্মসংস্থানের বিষয়টি জড়িত। এ বিবেচনায় বিএসটিআই জারিকৃত এসআরও-তে কোনো ধরণের অসঙ্গতি থাকলে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলেও আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়