শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০৫ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচিত হলে মাদক নির্মূলে সাড়াশি অভিযান : শাফিন আহমেদ

শাকিল আহমেদ: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী শাফিন আহমদে বলেছেন, নির্বাচিত হলে ঢাকা উত্তর সিটি থেকে মাদক নির্মূল করতে সাড়াশি অভিযান চালানো হবে।

সোমবার বিকালে বনানী সুপার র্মাকেট এলাকায় গণসংযোগকালে তিনি একথা বলনে।

শাফিন বলেন, যুব সমাজকে মাদকমুক্ত করে সিটি কর্পোরেশেনরে পক্ষ থেকে তাদের কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোগ নেয়া হবে । এছাড়া পরবিশে রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষ রোপণ করা হবে। পলিথিন ব্যবহারে বিধি নিষিধে কার্যকর করা ও উন্নয়নের নামে রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ করা হবে। সকল বিভাগরে সমন্বয়ে মাষ্টার প্ল্যান অনুযায়ী উন্নয়ন তরান্বতি করা হবে।

তিনি আরও বলেন, আমি সাধারণ পরিবারের সদস্য হিসেবে বেড়ে উঠেছি। তাই সাধারণ মানুষরে দুঃখ-দুর্দশা আমি সহজেই বুঝতে পারি। এ সময় তিনি লাঙ্গল প্রতীকে ভোট দিতে সবার প্রতি অনুরোধ জানান।

গণসংযোগে আরো উপস্থতি ছিলেন- জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এস.এম. ইয়াসির, যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসিবুল ইসলাম জয়, যুগ্ম দফতর সম্পাদক এম.এ. রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসনে তোতা, মোহাম্মদ আলী খান, রাজবি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়