হাবিবুর রহমান সোহেল,নাইক্ষ্যংছড়ি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির উদ্যোগে শীতার্ত আটাশ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উদ্যোগে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে ১১ বিজিবির মাঠে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল মো. আছাদুজ্জান, মেডিকেল আফিসার ক্যাপ. মশিউর রহমান লিমন, সহকারী পরিচালক জামাল হোসাইন, জেসিও সামিউল ইসলাম উপস্থিত ছিলেন। প্রধান অথিতির বক্তব্য বলেন, শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উপজেলার জনজীবন। এ সময়ে বিজিবির এই উদ্যোগ শীত নিবারণে অসহায় মানুষদের কষ্ট লাঘব করবে।