শিরোনাম
◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৪৫ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্র সংসদ থেকে নেতৃত্ব গড়ে তুলতে পারলে রাজনীতিতে আদর্শহীনতার অবসান ঘটবে, বলেছেন ফজলে হোসেন বাদশাহ

হ্যাপি আক্তার : বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ এমপি বলেছেন, সংসদে এমন অনেক পরিচিত মুখ দেখা যায়, যারা ছাত্র সংসদ নির্বাচনের ফসল। ছাত্র সংসদ নির্বাচন থেকে যদি আমরা নেতৃত্ব গড়ে তুলতে পারি, তাহলে দেশের রাজনীতিতে আদর্শহীনতার অবসান ঘটবে। সোমবার রাতে সময় টেলিভিশনের ‘সম্পাদকীয়’ টকশোতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ছাত্র সংসন নির্বাচনের জন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে আমরা স্বাগত জানাই। সরকারের এই উদ্যোগ একটি ইতিবাচক পথ। একই সঙ্গে বিলম্ব না করে সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হোক।

দেশের গণতান্ত্রিক রাজনীতিতে ছাত্র সংসদ সমন্বয় গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে ফজলে হোসেন বাদশাহ বলেন, শুধু ডাকসুতে না, দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অতীতে সংসদ নির্বাচনের যে প্রক্রিয়া, তা একটি নৈতিক ভিত্তি সৃষ্টি করে।

তিনি বলেন, রাজনীতি নিয়ে আমরা অনেক প্রশ্ন করি রাজনীতিতে নৈতিক ভিত্তি নেই, আদর্শহীনতার সৃষ্টি হয়েছে এবং পেশিশক্তি জায়গা করে নিচ্ছে। কিন্তু এর পেছনের দুর্বলতাটি হচ্ছে, তৃণমূল পর্যায় থেকে রাজনীতির মাঠে নেতৃত্ব গড়ে উঠবে না যদি শিক্ষাঙ্গনে ছাত্র সংসদ নির্বাচন না হয়।
সম্পাদনা : জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়