শিরোনাম
◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪৯ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের উপহার হিসেবে মোদীকে ভোট দেয়ার আহ্বান হায়দ্রাবাদের বরের

আব্দুর রাজ্জাক : বিয়ের অনুষ্ঠানে অতি মূল্যবান উপহারের পরিবর্তে দাতব্য সংস্থাগুলোতে দান করার আহ্বানের কথা প্রায়ই শোনা যায়। কিন্তু ভারতের হায়দ্রাবাদে ঘটলো এক অনন্য ঘটনা। একজন বর তার বিয়ের অনুষ্ঠানে দাওয়াত প্রাপ্তদের টাকার পরিবর্তে ভারতের আসন্ন নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে

হায়দ্রাবাদের বাসিন্দা ২৭ বছর বয়সী ইয়ান্দে মুকেশ রাও একজন সহকারি ইঞ্জিনিয়ার হিসেবে তেলেঙ্গানা রাজ্যের পাওয়া জেনারেশন কর্পোরেশনে কাজ করেন। আসছে ২১ ফেব্রুয়ারি তিনি বিয়ে করতে যাচ্ছেন।

রাও বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বন্ধু ও আত্মীয়-স্বজনদের সম্প্রতি দাওয়াত কার্ড বিতরণ করেছেন। কার্ডে তিনি লিখেছেন, ‘ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে মোদীকে ভোট দেয়ার প্রতিশ্রুতিই আমাদের বিয়ের উপহার।’ প্রসঙ্গত, মোদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে আবারো প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ইতোমধ্যেই প্রচারণা শুরু করেছেন।

রাওকে ভারতের প্রধানমন্ত্রীর জন্য দেখানো আগ্রহ ও সমর্থনের জন্য মোদী ভক্ত বলে ডাকা হয় তবে তাতে তিনি বিরক্ত নন। বরং তিনি বলেন, ‘আমরা সর্বদা প্রাত্যহিক কাজে ব্যস্ত থাকি। তাই দেশ ও জাতির জন্য কিছু করার সুযোগ থাকে না। কিন্তু মোদী দেশের জন্য অনেক অবদান রাখছেন, তাই আমি আমার বিয়ের দাওয়াতে মানুষকে তার প্রতি সমর্থন জানিয়ে ভোট দেয়ার আহ্বান জানিয়েছি।’

উল্লেখ্য, আগামী মে’র মধ্যে ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়