শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩১ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পতাকার মান বাচাতে নজির স্থাপন করেছেন মহেন্দ্র সিং ধোনি

স্পোর্টস ডেস্ক : হ্যামিল্টনে গতকাল দেশপ্রেমের বড় এক নজির স্থাপন করেছেন মহেন্দ্র সিং ধোনি।
শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত হেরেছে ৪ রানে। ম্যাচে দলকে কোনো সহায়তাই করতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। বিপদের সময়ে ৪ বল খেলে রান করেছেন মাত্র ২। একে তো ধোনির বাজে পারফরমেন্স, সঙ্গে হেরে গিয়েছে দল। তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজও হারতে হয়েছে ২-১ ব্যবধানে। কিন্তু এমন বাজে দিনেও সমর্থকদের মন জয় করে নিয়েছেন ধোনি। তাঁর দেশপ্রেম নিয়ে সরব সামাজিক যোগাযোগমাধ্যম।

নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের সময় নিরাপত্তাপ্রহরীদের চোখ এড়িয়ে মাঠে নেমে পড়েন এক দর্শক। তাঁর হাতে ভারতের জাতীয় পতাকা। ওই অবস্থায় সেই দর্শক ছুটে এসে ধোনিকে পা ছুঁয়ে সালাম করতে যান। দর্শকের হাত থেকে জাতীয় পতাকা প্রায় মাটিতে পড়ে যাচ্ছিল, সেটি দ্রুত তুলে নেন ধোনি। ঘটনার ভিডিও টুইটারের মাধ্যমে ছড়িয়ে পড়তেই সেটা ভাইরাল হয়ে গেছে। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ধোনির এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে বলছেন দেশপ্রেমের কথা।

গত শনিবার সিরিজ–নির্ধারণী এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২১২ রান করেছে নিউজিল্যান্ড। জবাবে ২০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ২০৮ রান করতে সমর্থ হয় ভারত। ধোনি এদিন প্রথম ভারতীয় হিসেবে তিন শ টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন। তাঁর পেছনে আছেন রোহিত শর্মা। যিনি ২৯৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তবে টি-টোয়েন্টিতে সব চেয়ে বেশি ম্যাচ খেলেছেন কাইরন পোলার্ড (৪৪৬)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়