শিরোনাম
◈ ব্যাংককে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৯ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন শাটডাউন ঠেকাতে ‘নীতিগত ঐকমত্যে’ পৌঁছেছেন মার্কিন আইনপ্রণেতারা

সান্দ্রা নন্দিনী : মেক্সিকো সীমান্তে নিরাপত্তা দেওয়াল নির্মাণ বিষয়ে ‘নীতিগতভাবে’ একটি চুক্তিতে পৌঁছাতে সমর্থ্য হয়েছেন মার্কিন রিপাবলিকান ও ডেমোক্রেট আইনপ্রণেতারা। সীমান্ত দেওয়াল খাতে ১৩৭ কোটি ৫০ লাখ ডলার অনুমোদন দিতে ঐকমত্যে পৌঁছেছেন তারা। নিরাপত্তা দেওয়াল তহবিল নিয়ে সম্মত হওয়ায় আপাতত নতুন করে আর আংশিক শাটডাউনের মুখে পড়তে হবে না দেশটিকে। বিবিসি, এএফপি

আইনপ্রণেতারা সাংবাদিকদের জানান, সোমবার ক্যাপিটল হিলে স্থানীয় সময় গভীর রাতে এক রুদ্ধদ্বার বৈঠকে তারা ঐকমত্যে পৌঁছান। প্রস্তাবনাটি অবশ্য হোয়াইট হাউজের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

সিনিয়র ডেমোক্রেট আইনপ্রণেতাদের পক্ষ থেকে এএফপি’কে জানানো হয়, ‘মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণবাবদ ১৩৭ কোটি ৫০ লাখ ডলার বরাদ্দে আমরা সম্মত হয়েছি। যদিও এই প্রজেক্টে মার্কিন প্রেসিডেন্ট ৫৭০ কোটি ডলার দাবি করেছিলেন। অনুমোদিত এই অর্থ দিয়ে রিও গ্র্যান্ড থেকে দক্ষিণ টেক্সাস পর্যন্ত মোট ৮৯ কিলোমিটার দেওয়াল নির্মাণ করা সম্ভব হবে।’

রোববার ডেমোক্রেটদের পক্ষ থেকে ডিটেনশন সেন্টারগুলোতে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসনপ্রত্যাশীদের ধারণক্ষমতা কমিয়ে আনার প্রস্তাব দেওয়া হলে আলোচনা ভেস্তে যায়। ডেমোক্রেটদের পক্ষ থেকে ডিটেনশন সেন্টারের শয্যাসংখ্যা ৪০ হাজার ৫২০ থেকে কমিয়ে ৩৫ হাজার ৫২০ করার প্রস্তাব দেওয়া হয়।

শুক্রবার হাউজ অব রিপ্রেজেন্টেটিভস ও সিনেটে আইন পাসের পর তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের জন্য পাঠাতে সোমবারের মধ্যেই একটি চুক্তিতে পৌঁছানো খুবই জরুরি ছিলো।

এর আগে, মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণব্যয়বাবদ ৫৭০ কোটি ডলার বরাদ্দ নিয়ে সমঝোতায় না পৌঁছাতে পারায় যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম ৩৫দিনের শাটডাউনের ঘটনা ঘটে। এতে ১১শ’ কোটি ডলার ক্ষতির সম্মুখীন হয় দেশটি। পরবর্তীতে ২৫ জানুয়ারি সাময়িকভাবে শাটডাউন পরিস্থিতির সমাপ্তি ঘটে। তবে, তিন সপ্তাহের মধ্যে সমঝোতায় পৌঁছানোর শর্ত জুড়ে দেন ট্রাম্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়