শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫২ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়ায় মার্কিন জোটের হামলা জোরদার, ৭ শিশুসহ নিহত ১৬

আব্দুর রাজ্জাক : সিরিয়া থেকে ইসলামিক স্টেট (আইএস) এর সন্ত্রাসীদের নির্মূল করতে চূড়ান্ত অভিযান চালাচ্ছে মার্কিন জোট। এতে এখন পর্যন্ত ৭ শিশুসহ ১৬ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ দের-ই-জোর এ মার্কিন সমর্থিত বিদ্রোহী যোদ্ধা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) হামলা আরো জোরদার করেছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। আরটি

সিরিয়ায় আইএসের সর্বশেষ অবস্থানগুলোতে হানা দিতে শুরু করায় স্থানীয় অনেক বাসিন্দা পার্শবর্তী ইরাক সীমান্ত পাড়ি দিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। সাধারণ নাগরিকদের অন্যত্র সরে যাওয়ার সময় সীমান্ত এলাকায় গত সোমবার মার্কিন জোটের বিমান হামলার পর হতাহতের খবর পাওয়া যায়।

সীমান্তবর্তী এলাকায় এসডিএফের নেতৃত্বে পরিচালিত হামলায় একজন সাধারণ নাগরিকসহ ৮ জন নারী ও ৭টি শিশু নিহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইট এর প্রধান রামি আবদেল রহমান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

দের-ই-জোর প্রদেশের আল-বাঘুজের আবাসিক এলাকায় মার্কিন জোটের চূড়ান্ত বিমান হামলা চলছে। ইরাক সীমান্তবর্তী সিরিয়ার ফোরত নদীর উপকূলীয় এই এলাকায় এখনো অন্তত ৬শ আইএস সন্ত্রাসী ঘাপটি মেরে আছে বলে ধারণা করা হচ্ছিলো। সম্প্রতি আল-বাঘুজ মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় এসডিএফ দখলে নেয়ার আগে বেশ কয়েক বছর আইএস সন্ত্রাসীরা এটি নিয়ন্ত্রণে রেখেছিলো বলে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়