শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১২ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ থেকে বেরিয়ে আসার কথা ভাবছে রাশিয়া!

সান্দ্রা নন্দিনী : সাইবার-প্রতিরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে কিছু সময়ের জন্য আন্তর্জাতিক ইন্টারনেট দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা করছে রাশিয়া। এই পরীক্ষার আওতায় রুশ নাগরিকেরা নিজ দেশের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তথ্য বিনিময় করতে পারলেও আন্তর্জাতিকভাবে করতে পারবে না। বিবিসি

আগামী ১ এপ্রিলের আগেই এই পরীক্ষা চালানো হবে বলে জানানো হলেও নির্দিষ্ট তারিখ এখনও নির্ধারিত হয়নি। ন্যাটো ও এর মিত্রদেশগুলো সাইবার হামলা এবং অন্যান্য অনলাইন হস্তক্ষেপের জন্য বহুদিন ধরেই রাশিয়ার ওপর অবরোধ আরোপের হুমকি দিয়ে আসছে।
খসড়া ওই আইনের অধীনে ডিএনএস নামে পরিচিত ইন্টারনেট অ্যাড্রেস সিস্টেমের নিজস্ব সংস্করণ তৈরি করছে রাশিয়া। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অবস্থিত সার্ভারের লিঙ্কগুলো বিচ্ছিন্ন করে ফেলা হলেও তাদের তৈরি ব্যবস্থাটি সচল থাকতে পারবে।

নেট বিচ্ছিন্ন হওয়ার মহড়ায় দেশটির আইএসপি’গুলোকে সরকার নিয়ন্ত্রিত রাউটিং পয়েন্টে সবগুলো ডাটা পাঠানোর সক্ষমতা দেখাবে। এর মধ্যদিয়ে ট্রাফিক যাচাই-বাছাই করা হবে। রাশিয়ার অভ্যন্তরীণ ট্রাফিক অনুমোদন পাবে কিন্তু বিদেশি কম্পিউটারে পাঠানো ট্রাফিক আটকে দেওয়া হবে।

রাশিয়ার সংবাদমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে জানায়, আইএসপি খসড়া আইনের সকল শর্তপূরণ করলেও এটি কিভাবে কাজ করবে তা নিয়ে সংশয়ে রয়েছে সরকার। মনে করা হচ্ছে এই নিরীক্ষা রাশিয়ার ইন্টারনেট ট্রাফিকের ক্ষেত্রে বিশাল সমস্যা সৃষ্টি করবে। যদিও রুশ সরকারের পক্ষ থেকে আইএসপি’গুলো বড় অঙ্কের অর্থ দেওয়া হচ্ছে যেন পরীক্ষাগুলো ঠিকমত পরিচালিত হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়