শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪৮ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি চাকরি নিতে মানুষ দুর্নীতির আশ্রয় গ্রহণ করে, বললেন সাংবাদিক মাহফুজুল্লাহ

মারুফুল আলম: সিনিয়র সাংবাদিক মাহফুজুল্লাহ বলেছেন, সরকারি চাকরি নিতে মানুষ দুর্নীতির আশ্রয় গ্রহণ করে। এই চাকরির সুবিধা বেশি হওয়াটাই এর কারন। সরকারি চাকরিতে থাকলে কবরে যাওয়া পর্যন্ত শুধু আপনি আয় করবেন তা নয়, আপনার স্বামী বা স্ত্রীও কবরে যাওয়া পর্যন্ত অর্থনৈতিক সুবিধা পাবেন। সেজন্য সরকারি চাকরির প্রতি এত লোভ। দুর্নীতিও সেজন্যই হয়।

সোমবার ডিবিসি নিউজ’র সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে তিনি আরো বলেন, রাষ্ট্রকে এগিয়ে নিতে ৩টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম প্রতিশ্রুতির কোন প্রয়োজন নেই। দরকার ৩টি জিনিস। এক- স্বাস্থ্য, দুই- শিক্ষা এবং অপরটি আইন-শৃঙ্খলা। এই তিনটি জিনিস নিশ্চিত করেন, পুরো দেশের চেহারা বদলে যাবে।

মাহফুজুল্লাহ বলেন, দুটি কারনে আজ মন খুব খারাপ। এক, ঢাকা শহরে কিছু দিন ধরে যানজট সহ্যসীমার বাইরে চলে গেছে। কেনো কী কারণে জানি না, যেহেতু আমি ট্রাফিক বিশেষজ্ঞ নই। এই জানযটের কারনেই নির্ধারিত সময়ে অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি। দ্বিতীয়ত, সাগর রুনি হত্যার ৭ বছর পার হলেও আজ পর্যন্ত কোনোকিছুই হলো না। মাহফুজুল্লাহর মতে, এটি নেহায়েত খুন অথবা সংগঠিত কোনো অপরাধ হবে। তবে, যারাই এই ঘটনা ঘটিয়ে থাকুকনা কেনো, এরা তো আর পুলিশের চেয়ে শক্তিশালী হবে না।

গরুর দুধে ৯৬ ভাগ ব্যাকটেরিয়া আর প্যাকেটজাত দুধের নমুনায় এন্টিবায়োটিক, এটি দেখার দায়িত্ব কিছুটা নাগরিকদেরও আছে। তবে সাধারন একজন নাগরিকের পক্ষে এটি সম্ভব নয় যে, পরীক্ষা-নীরিক্ষা করা। এক্ষেত্রে জনস্বাস্থ্য নিশ্চিত করা সরকারের বড় দায়িত্ব বলে মনে করেন এই সিনিয়র সাংবাদিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়