শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৬ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে পাকিস্তান নারী ক্রিকেটারদের ইতিহাস

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার কাছে রীতিমত ধরাশায়ী হয়ে দেশে ফিরেছে পাকিস্তান পুরুষ ক্রিকেট দল। কিন্তু পাকিস্তান নারী দল ইতিহাস গড়তে ব্যস্ত। আরব আমিরাতের মাঠে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিরুদ্ধে সিরিজ জয়ের পরই ইতিহাস গড়েছে বিসমাহ মারুফের দল।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারলেও টানা দুটি ম্যাচ জিতে এই ইতিহাস গড়েছে পাক নারী দল। আইসিসি চ্যাম্পিয়নশিপে সিরিজ জিতে রেটিং পয়েন্ট বাড়িয়েছে সানা মিরের দল। সিরিজের শেষ ম্যাচে ৪ উইকেটে জিতেছে পাকিস্তান। এই প্রথম ক্যারিবীয়দের বিরুদ্ধে সিরিজ জিতলো পাকিস্তান।

দুবাইয়ে সিরিজের শেষ ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমে পাকিস্তানি বোলারদের তোপে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ক্যারিবিয়ান নারীরা। সব মিলিয়ে ৪৭.৩ ওভার ব্যাটিং করে ১৫৯ রান তোলে স্টেফানি টেইলররা। দলের হয়ে টেইলর সর্বোচ্চ ৫২ রান করেন। এছাড়া ডটিন ২৮, ক্যাম্পবেল ২৬ ও ফ্লেচার ২১ রান করেন। পাকিস্তানের হয়ে ডায়না বগে ও নাসরা সান্ডু ৩টি করে উইকেট নেন। এছাড়া সানা মীর আলিয়া রিয়াজ ও কাইনাত একটি করে উইকেট নেন।

১৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুন শুরু করেছিল স্বাগতিকরা। অধিনায়ক মিসমাহ মারুফ ব্যাট হাতে ব্যর্থ হলেও সতীর্থরা দরের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছে। ১৬ বল ও ৪ উইকেট বাকি থাকতেই জয়ের বন্দরে তরি নোঙর করে পাকিস্তান।

এই ম্যাচের মধ্য দিয়ে ১০০ ওয়ানডে খেলার মাইলফলক অর্জন করেন বিসমাহ মারুফ। দুবাইয়ে তাকে স্বাগত জানান পুরুষ দলের সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ ইউনুস। তাছাড়া পঞ্চম পাকিস্তানি হিসেবে ওয়ানডেতে ১০০০ রান স্পর্শ করেন নাহিদা খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়