শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২৩ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনাকে শিরোপা জিততে দিলো না ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। আর এই হারেই শিরোপা বঞ্চিত হয়েছে লা আল বাসিলেস্তোরা। ফাইনাল রাউন্ডের শেষ ম্যাচে ব্রাজিলকে হারাতে পারলেই শিরোপা জিততে পারতো মেসির উত্তরসূরীরা। কিন্তু ৪০ মিনিটে লিঙ্কনের গোলে শিরোপা স্বাদ থেকে বঞ্চিত হয়েছে ম্যারাডোনার দেশের যুবারা। এই টুর্নামেন্টে প্রথমবার শিরোপা জিতেছে ইকুয়েডর।

[caption id="attachment_790715" align="aligncenter" width="773"] ইতিহাসে প্রথমবার লাতিনদের মধ্যে যুব টুর্নামেন্টের শিরোপা জয় করলো ইকুয়েডর। অনূর্ধ্ব-২০ দ.আমেরিকা চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে উল্লাস। ছবি ইএসপিএন[/caption]

দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে সোমবার ভোরে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। এই ম্যাচে জয় পেলেই শিরোপা জিতবে আর্জেন্টিনা। অন্যদিকে পয়েন্ট টেবিলের তলানীতে থাকায় শিরোপা রেস থেকে আগেই ছিটকে পড়েছিল জুনিয়র সেলেকাওরা। তবে শেষ ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে চির প্রতিদ্বন্দ্বীদেরও শিরোপার স্বাদ থেকে বঞ্চিত করেছে।

দক্ষিণ আমেরিকার যুবাদের সর্বোচ্চ এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এসেছিল ব্রাজিল এবং আর্জেন্টিনা। কিন্তু কারোই সেই স্বপ্ন পূরন হয়নি। শিরোপা বঞ্চিত হয়েছে দুই দলই। ফাইনাল রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ইকুয়েডর অনূর্ধ্ব-২০ দল শিরোপা জিতেছে। পাঁচ ম্যাচের একটিতে হার ও একটিতে ড্র এবং বাকি তিনটিতে জেতায় ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল ইকুয়েডর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়