শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪৯ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইডেন কলেজের সাবেক অধ্যক্ষকে শ্বাসরোধে হত্যা, একাধিক ব্যক্তি জড়িত: ময়নাতদন্তকারী চিকিৎসক

সুজন কৈরী: ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন। সোমবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মাহফুজা চৌধুরীর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ময়নাতদন্ত শেষে ঢামেক ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বলেন, মৃত নারীর ঠোঁট, মুখ আঙ্গুলে ধস্তাধস্তির চিহ্ন পেয়েছি। একটা আঙ্গুল ভাঙা ছিলো। তাকে মুখ চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড একজনের পক্ষে সম্ভব হয়নি। একাধিক ব্যক্তি এই হত্যার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সোমবার বেলা ১১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় নিউমার্কেট থানায় নিহতের স্বামী ইসমত কাদির গামা বাদী হয়ে একটি মামলা করেছেন।

ডিএমপির রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার বলেন, পলাতক দুই গৃহকর্মী স্বপ্না ও রেশমাকে মামলায় আসামি করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মারুফ হোসেন সরদার এ বিষয়ে বলেন, ‘পলাতক দুই কাজের মহিলাকে চিহ্নিত করা গেছে। তাদের একজনের বাড়ি শরীয়তপুর, আরেকজনের বাড়ি মাদারীপুর। তাদের ধরতে আমরা জোর তৎপরতা চলছে।

এর আগে ইডেন কলেজের সাবেক অধ্যক্ষের লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেন নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কান্তি দে। তিনি সুরতহালে উল্লেখ করেন, ‘মুখে রক্ত দেখা যায়, হাতের কয়েকটি আঙুলে কালো দাগ আছে।

গতকাল রোববার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে স্বামী ও সন্তানরা বাসায় না থাকায় বাসার কাজের মেয়ে ও অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁকে শ্বাসরোধে হত্যা করে।’

এদিকে ইসমত কাদির গামা ঢামেক হাসপাতালে সাংবাদিকদের বলেন, ময়নাতদন্ত শেষে মৃতদেহ প্রথমে ইডেন মহিলা কলেজে নিয়ে যাওয়া হবে। পরে বাদ আসর এলিফ্যান্ট রোডের বায়তুল নুর জামে মসজিদে জানাজা সম্পন্ন করা হবে। পরে বনানী সামরিক কবরস্থানে মাহফুজা পারভীন চৌধুরীকে দাফন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়