শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:১৮ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ খুনের ঘটনায় মামলা, গৃহকর্মীকে খুঁজছে পুলিশ

মাসুদ আলম : রাজধানীর ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যাকাণ্ডের ঘটনায় তার ২ গৃহকর্মীকে খুঁজছে পুলিশ। ঘটনার পর থেকে গৃহকর্মী স্বপ্না ও রেশমা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় ওই দুই গৃহকর্মী বিরুদ্ধে নিউমাকের্ট থানায় একটি মামলা করা হয়েছে।

নিউমার্কেট থানার এসআই আতিকুর রহমান বলেন, আজ নিহতের স্বামী বাদি হয়ে ২ গৃহকর্মীকে আসামি করে একটি মামলা করেছেন।

ডিএমপির রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার বলেন, আমাদের সন্দেহ ওই দুই গৃহকর্মীর দিকেই। ওই ঘটনার পর বিকেল পাঁচটার দিকে তারা পালিয়ে যায়। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া একাধিক বিষয়কে সামনে রেখে তদন্ত চলছে। গতকাল রোববার সারা রাতই বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।

জানা গেছে, রোববার বিকেলে এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের নিজের বাসায় খুন মাহফুজা চৌধুরী পারভীন। পুলিশ খুনি হিসেবে প্রাথমিকভাবে তাদের সন্দেহ করছে। মাহফুজা চৌধুরীর স্বামী ইসমত কাদির গামা মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান। মাহফুজা চৌধুরী ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ ছিলেন। সুকন্যা টাওয়ারের ১৫ ও ১৬ তলায় দুটি ফ্ল্যাটে (ডুপ্লেক্স) এই দম্পতির বহুদিনের সংসার। ওপরের অংশটিতে তারা থাকেন। নিচতলায় রান্নাঘর, গৃহকর্মীদের আবাস। তাদের দুই ছেলের একজন সেনাবাহিনীর চিকিৎসক, আরেকজন ব্যাংকে চাকরি করেন বলে জানান স্বজনেরা। তারা এখানে থাকেন না। বাড়িতে তিনজন গৃহকর্মী ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়